ওয়েব ডেস্ক :- বাংলার রাজনীতিতে মিম নিয়ে বাড়ছে ক্রমশ কৌতুহল । আজ বাংলা থেকে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করলেন হায়দ্রাবাদে গিয়ে আসাউদ্দিন ওয়েসির সাথে। সেখানে আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে দেখা করেন তাঁরা। বাংলার ভোটের রণনীতি নিয়ে বৈঠকও হয় বলে খবর। জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে বাংলায় অন্তত ১০০টির বেশি আসনে প্রার্থী দিতে চলেছে মিম। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলায় কমিটি ঘোষণা করবে খবর।
এদিন মুর্শিদাবাদের মিম নেতা আসাদুল শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হায়দরাবাদে যান। সেখানে বেশ কিছুক্ষণ বৈঠক হয় ওয়েইসির সঙ্গে। এই বৈঠক সম্পর্কে আসাদুল শেখ জানান, ২০২১ সালে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রায় ১০০ এর বেশি আসনে প্রার্থী দেবে ওয়েইসির দল। সেইসঙ্গে তারা পাখির চোখ করেছে মুর্শিদাবাদ জেলাকে। এই জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ১৮টি সিটে প্রার্থী দিতে চলেছে মিম। বিধানসভা ভোটের লক্ষ্যকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করেছে মিম নেতারা। জানা যাচ্ছে, এবার বাংলা সফরে আসতে পারেন আসাদউদ্দিন ওয়েইসি নিজেই।
এখানে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছেন তারা। উত্তরবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে বিশেষ ভাবে টার্গেট করে রেখেছে মিম। যদিও মিমের ঘরে ভাঙন ধরিয়েছে তৃণমূল। রাজ্যের মিমের প্রথম সারির বেশ কয়েকজন নেতা সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে। এমন অবস্থায় আচমকা মিমের মুর্শিদাবাদ জেলার নেতাদের হায়দরাবাদ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিহারের বিধানসভা নির্বাচনে মহাজোটের বেশি কিছু আসনে মিম ভোট কেটেছে বলে দাবি করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে মিমের এই তৎপরতায় বিশেষভাবে নজরে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলও।
এখন দেখার একুশে ভোট এর জল কোন দিকে গড়াই ।