নদী দূর্ঘটনা এড়াতে অবশেষে আত্রেয়ীর চেক ড্যাম ঘেরার কাজ শুরু করল জেলা প্রশাসন ………
মোমিন আলি লস্কর ও জয়দীপ মৈত্র বালুরঘাট :-
নদী দূর্ঘটনা এড়াতে অবশেষে আত্রেয়ীর চেক ড্যাম ঘেরার কাজ শুরু করল জেলা প্রশাসন। অতি উৎসাহী মানুষের জলকেলি, আড্ডা এবং সেলফি (নিজস্বী) তোলার হিডিক প্রতিরোধ করতেই এই উদ্যোগ।
উল্লেখ্য, বাংলাদেশ তাদের এলাকার মোহনপুরে আত্রেয়ী নদীর মধ্যে একটি ড্যাম করেছে। তার কারণে সুখা বা ক্ষরার মরশুমে বালুরঘাট ও কুমারগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত আত্রেয়ী নদীর বিস্তীর্ণ এলাকায় জল থাকেনা। ফলে নদী নির্ভরশীল চাষাবাদে ব্যাপক সমস্যা দেখা দিত। মাছ কমতে থাকা জীবনজীবিকাতে টান পরে মৎসজীবিদের। এই সমস্যা সমাধানে উদ্যোগী হন রাজ্যের মুখ্যমন্ত্রী। আত্রেয়ীর জল ধরে রাখতে রাজ্য সরকার তরফে ৩২ কোটি টাকা বরাদ্দ হয়। বালুরঘাট শহরের উত্তর চকভবানীতে আত্রেয়ীর মধ্যে একটি স্বল্প উচ্চতার বাঁধ বা চেক ড্যাম তৈরির কাজ শুরু হয় ২০২১ সালের শেষ দিকে। যার কাজ শেষ হয়েছে ২০২৩ সালের শুরুতে। বালুরঘাট শহরের চকভবানী এলাকায় এই নদীর মধ্যেখানে এই বাঁধ ১০ কিলোমিটার সুখা এলাকায় জল রাখছে। ১৯৫ মিটার লম্বা এবং ২ মিটার উচ্চতার বাঁধ এটি। এই ২ মিটার জল ভরে গেলেই বাকিটা উপচে পরে ডাউন স্টিমে। এছাড়া এই বাঁধে চারটি গেট রয়েছে। যাতে বিপরীত দিকের জলও নিয়ন্ত্রণ হয়। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি এই ড্যামের সুফল পাচ্ছেন নদী নির্ভরশীল মানুষজন। কিন্ত এই ড্যামকে ওয়াটার পার্ক হিসেবে ধরে নিয়েছে কিছু মানুষজন। যাদের মধ্যে অতি উৎসাহী একশ্রেনীর ছাত্র, যুবক-যুবতী এবং মহিলারা। আত্রেয়ীর ড্যামে নেমে জলকেলি, ফটোশুট এবং আড্ডায় মেতে উঠছেন তারা। এদিকে জলের স্রোতে বিপজ্জনক হয়ে থাকা সেই ড্যামের জলে ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের জুন মাসে এক যুবক এবং ২০২৪ সালে মার্চে আরেক ছাত্রর মৃত্যুর ঘটনা ঘটে। প্রশাসন আরও সজাগ হয়েছে এরপর।সতর্কতামূলক সাইনবোর্ড এবং সিভিক প্রহরারও ব্যবস্থা রয়েছে। কিন্ত তারপরেও অলক্ষ্যে এখন সেখানে ফটোশুট আর আড্ডার হিড়িক।অবশেষে সেই ড্যামের দুইপারের বাঁধে দীর্ঘ রেলিং দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু করল সেচ দপ্তর। জেলা প্রশাসন সূত্রে খবর, একেক পারে তিনটি রেলিং এর ধাপ থাকছে। বাঁধের সবচেয়ে ওপরের সেই রেলিং ৭৫ মিটার করে মোট ১৫০ মিটার দীর্ঘ হবে। নীচের গুলো ১৫ মিটার করে মোট ৬০ মিটার দীর্ঘ হচ্ছে। মাস খানেকের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হবে বলেই খবর।সেচ দপ্তর থেকে এব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি