ঈদ সংখ্যা পত্রিকা মেলা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের বহরমপুর সেন্টজন অ্যাম্বুল্যান্স হলে

Spread the love

হাসান বাসির ,বহরমপুর,অয়ন বাংলা নিউজ:-     ২২ ও ২৩ জুলাই ২০২৩, দু‌দিন ধ‌রে আয়োজিত ঈদ সংখ্যা পত্রিকা মেলা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের বহরমপুর সেন্টজন অ‌্যাম্বুল‌্যন্স হলে ।‌দু‌দি‌নের এই মেলার উদ্বোধন করেন এ বাংলার প্রতিষ্ঠিত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ আবুল কালাম আজাদ । মেলার অনুষ্ঠা‌নে প্রারম্ভিক ভাষণ ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈদ সংখ‌্যা পত্রিকা মেলা কমিটির সভাপ‌তি ইতিহাসবেত্তা, সমাজ বিজ্ঞানী খা‌জিম আহ‌মেদ । মেলার প্রথম দিন সভাপ‌তিত্ব করেন ৯২ বছরের প্রবীণতম শিক্ষাবিদ মানবাধিকার কর্মী, প্রাক্তন অধ‌্যক্ষ সনৎ কর । উল্লেখ্য কোরআন তেলাওয়াত করে মেলার সূচনা ক‌রেন সুমাইয়া খাতুন দ্বিতীয় দিন কোরআন পাঠ করেন মাওলানা বাবর আলী ।

মেলায় বিভিন্ন জেলা থেকে প‌ত্রিকা সম্পাদক, ক‌বি সাহিত্যিক উপস্থিত ছিলেন । দু‌দিনই বিষয়ভিত্তিক আলোচনা ক‌রেন মাওলানা ইসাহক মাদা‌নি, মাওলানা তাহেরুল হক, প্রাক্তন শিক্ষক বু‌দ্ধিজীবী মোঃ সেলিম, লেখক ও সম্পাদক জয়নুল আবেদী, নুর ফাউন্ডেশনের সভাপতি বি‌শিষ্ট চি‌কিৎসক হা‌সিম‌দ্দিন মোল্লা, মাওলানা ওবায়দুল্লাহ নূরী, সমাজকর্মী নুরনেহার খাতুন, অধ্যাপক আজিজুল বিশ্বাস প্রমুখ । মেলা প্রাঙ্গ‌নে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, বর্ধমান, হুগ‌লি, হাওড়া, বীরভূম, মালদহ, ন‌দিয়া মুর্শিদাবাদ বিভিন্ন জেলা থেকে প‌ত্রিকা সম্পাদক লেখকগণ হা‌জির ছি‌লেন । মেলা প্রাঙ্গনে প্রদর্শিত হয় বাংলাদেশসহ মোট ১৬ টি পত্রিকার ঈদ সংখ‌্যা । শ্রোতা দর্শক যারা এসেছিলেন সক‌লেই ঈদ সংখ্যা গু‌লো হাতে নে‌ড়ে চে‌ড়ে দেখেন এবং অ‌নেকেই সংখ্যা সংগ্রহ করেন । বিশেষ করে এ প্রজন্মের পড়ুয়ারা এই অনুষ্ঠানকে উজ্জীবিত করে গজল আবৃত্তি, কবিতা পাঠ, সঙ্গীত, সম‌বেত সংগীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন । মেলা আ‌য়োজন‌কে সাফল‌্যম‌ন্ডিত কর‌তে হাত বাড়িয়ে দেন নাদিরা খাতুন, রবীন্দ্রনাথ মণ্ডল, অজিত কুমার মন্ডল, এম আর ফিজাসহ অ‌নে‌কেই । মেলা প্রাঙ্গ‌নে আনুষ্ঠা‌নিক ভা‌বে প্রকা‌শিত হয় চাতক ঈদ সংখ‌্যা ২০২৩, মেলা উপল‌ক্ষ্যে স্মর‌ণিকা, কাব‌্যগ্রন্থ শা‌হের আলম সে‌লি‌মের নির্বা‌চিত ক‌বিত, রামনগর নজরুল অ‌্যাকা‌ডে‌মি প‌ত্রিকা । কবিতা পাঠে অংশগ্রহণ করেন ওয়া‌হেদ মির্জা, ইকবাল দরগাই সহ আরো অনেকে । দুদিনের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চাতক পত্রিকার সম্পাদক তথা ঈদ সংখ্যা পত্রিকা মেলা কমিটির সম্পাদক শেখ মফেজুল ।ঈদ সংখ্যা পত্রিকা মেলাকে সুন্দর করতে বহরমপুর সিটি হাসপাতাল সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দেন । আগামী দিনে আরো সুন্দর সাফল্যমন্ডিত করে ঈদ সংখ্যা পত্রিকা মেলার আয়োজন করার জন‌্য ধন্যবাদ জ্ঞাপন করেন দ্বিতীয় দিনের সভাপ‌তি মইনুল হক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.