আমফান ঝড়ের দাপটে ঘর বাড়ি ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে জি ডি চ্যারিটেবল সোসাইটি এবং আল আলাম মিশন ।
নিজস্ব সংবাদদাতা , দাড়াকাটি –
আমফান ঝড়ে কলকাতা শহর এবং তার পাশ্ববর্তী জেলা গুলির পাশাপাশি মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা রানীনগরের কিছু গরীব দুস্থ মানুষের ঘর বাড়ির প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে। অনেক কাঁচাবাড়ি এবং টাটিরবাড়ি ভেঙে পড়েছে। মঙ্গলবার এই সীমান্ত লাগোয়া এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন জি ডি চ্যারিটেবল সোসাইটি এবং আল আলাম মিশন।
এদিন চোয়াপাড়া গ্রামের আতারুল ইসলাম, মৃদাদপুরের জয়েদা বেওয়া, দাড়াকাটির সাহেদা বেওয়া, মরীচার সোনাভান বেওয়া, রাখালদাসপুরের মোস্তাকিন সেখ, চোয়াপাড়ার সেখ জুব্বার আলি সহ শিয়ালমারী এবং বর্ধনপুরের ১৫ টি পরিবারের হাতে একটি একটি করে বড় পলিথিন তুলে দেওয়া হলো। বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে এই পলিথিন তুলে দিলেন আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শিদ, মালীবাড়ি অঞ্চলের পঞ্চায়েত প্রধান জাহাঙ্গীর আলম প্রমুখ ।