সেখ ইবাদুল ইসলাম : -মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পর ঘোষণা করেছে, প্রতিটি ব্লকে একটি করে ইংরেজি মাধ্যম বিদ্যা্লয় তৈরি করা হবে । এটা হবে মডেল বিদ্যালয় । সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যাতে ইংরেজি পড়াশোনার সুযোগ পায় সেদিকে লক্ষ্য রেখেই মমতা সরকারের এই উদ্যোগ ।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাইটার্স বিল্ডিং-এ রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী মুহাম্মদ গোলাম রব্বানী সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি বলেন রাজ্যের ১৪৮টি সংখ্যালঘু প্রধান ব্লকে এবার একটি করে ইংরেজি মাধ্যম বিদ্যালয় তৈরি করা হবে । হিসাব মত ২৫ শতাংশের বেশি যেসব ব্লক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করেন সেই ব্লককে সংখ্যালঘু প্রধান বলা হয়।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন । খুব শীঘ্রই কাজ শুরু হবে ।
মনে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রীসভার বৈঠকের পরেই তিনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, প্রতিটি ব্লকে একটি করে মডেল ইংরেজি মাধ্যম বিদ্যালয় তৈরি করার কথা। সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল সংখ্যালঘু মন্ত্রীর গলায় ।
এছাড়া তিনি আক্ষেপের সুরে বলেন, সংখ্যালঘুদের উন্নয়ন সরকার একা করতে পারবে না , সংখ্যালঘুদের উন্নয়নকে তরান্বিত করতে হলে এই সমাজকেই এগিয়ে আসতে হবে ।
সৌজন্য :- বাংলার জনরব