মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বলেই রাজ্য প্রশাসনের এই চরম অমানবিকতা প্রশ্ন আন্দোলন কারীদের
নিজস্ব সংবাদদাতা :- ওয়েস্টবেঙ্গল রেকগনাইজ আন-এডেড মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন এর অবস্থান-বিক্ষোভ এর আজ পঞ্চম দিন এবং আমরন অনশনের প্রথম দিন। মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে সল্টলেক বিকাশ ভবনের মেট্রো কার-শেডের সম্মুখে এই মুহূর্তে প্রায় ২০০ শিক্ষক শিক্ষিকা অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন এবং একজন শিক্ষিকা ও দুই জন শিক্ষক আমরন অনশনে আছেন। আজ থেকে আমাদের আমরন অনশন কর্মসূচি শুরু হয়েছে সম্পূর্ণ খোলা আকাশের নিচে পুলিশের সম্পূর্ণ অসহযোগিতায় এই আন্দোলন ক্রমাগত বিপদসংকুলের মধ্যে।
ন্যূনতম ড্রিংকিং ওয়াটার বায়োটয়লেটৈর কোন ব্যবস্থা নেই। মেন রাস্তার ধারে অবস্থান-বিক্ষোভ হওয়ায় নিয়মিত দ্রুত গাড়ি চলাচল অব্যাহত। তথাপি ন্যূনতম ব্যারিকেড দিতে অস্বীকার করছে প্রশাসন। দুর্ভাগ্য হলো সত্য কুকুর-বিড়ালের সাথে সহবস্থান করছে শিক্ষক-শিক্ষিকারা। তথাপি শিক্ষক-শিক্ষিকার অদম্য ইচ্ছা এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ রম যতদিন তাদের দাবি না পূরণ হচ্ছে ততদিন এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে এবং আমাদের আজ থেকে যে আমরন অনশন কর্মসূচি শুরু হয়েছে আজ তিন জন হলেও আগামী দিনে আরও বাড়বে। যদি রাজ্য সরকার আমাদের দাবি না মানে তাহলে আমরা আর জীবিত অবস্থায় বাড়ি ফিরব না।
সংগঠনের রাজ্য সভাপতি সেখ জাভেদ মিঞাদাদ ও
সংগঠনের রাজ্য সম্পাদক শ্রী পলাশ রম।