স্বামী ফিরে পেল স্ত্রীকে, ছেলে পেলো মা’কে।
খয়রাশোল থানা পুলিশের মানবিক মুখ,স্বামী ফিরে পেল স্ত্রীকে, ছেলে পেলো মা’কে।
ওয়েব ডেস্ক:- গতকাল অর্থাৎ বুধবার রাত্রে বীরভূম জেলার খয়রাশোল থানার সিভিক ভলান্টিয়ারদের পাঁচড়া গ্রামে ডিউটি চলাকালীন স্থানীয় হাটতলায় ৭০ বছর বয়সী এক ভদ্র মহিলাকে অসহায় অবস্থায় দেখতে পান এবং বুঝতে পারে যে,মহিলাটি এলাকার নয়।তারা তৎক্ষণাৎ মহিলাটিকে নিরাপদ জায়গায় আশ্রয় দেয় সাথে খাবারও দেয়।এরপর উক্ত স্থানে ডিউটিরত সিভিক ভলান্টিয়ারেরা খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি মহিলাটিকে খয়রাশোল থানায় নিয়ে আসার জন্য বলেন।পরবর্তীতে পুলিশ জিজ্ঞাসাবাদের পর জানতে পারেন যে, মহিলাটির নাম জিবেন্নেসা বিবি,স্বামী হায়দার আলি।বাড়ী ঝাড়খণ্ডের দেওঘর জেলার মধুপুর থানার ধাবনা ফতেপুর গ্রামে।মহিলার বাড়ীতে রয়েছে তিন পুত্র ও স্বামী।জেলা পুলিশের সহায়তায় খয়রাশোল থানা যোগাযোগ করেন দেওঘর জেলার বিভিন্ন থানায়। রাত্রি বারোটা নাগাদ মহিলার
ঠিকানা নিশ্চিত হতেই বাড়ীর লোকেদের সাথে যোগাযোগ করা হয়।খবর পাওয়া মাত্র মহিলাটির স্বামী এবং এক ছেলে খয়রাশোল থানায় আসেন।আজ বৃহস্পতিবার দুপুরবেলা মহিলাকে তার স্বামী ও পুত্রের হাতে দায়িত্ব সহকারে তুলে দেওয়া খয়রাশোল থানার পক্ষ থেকে।মহিলাটির স্বামী ও পুত্র বীরভূম জেলা পুলিশের সাথে সাথে খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস সহ থানার অন্যান্য আধিকরিকদের ও সিভিক ভলান্টিয়ারদের ধন্যবাদ জানান।এলাকাবাসীরাও খয়রাশোল থানার এহেন কর্মকান্ডে সাধুবাদ জানান।