কোলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল এ সংকলন পরিবারের বই প্রকাশ ও গুণীজনদের সংর্বদ্ধনা অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা ,কোলকাতা:- কোলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল এ সংকলন পরিবারের একগুচ্ছ বই প্রকাশ ও গুণীজনদের সংর্বদ্ধনাজ্ঞাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়(প্রধান অতিথি) ও বিখ্যাত কবি কৌশিক গাঙ্গুলি ( বিশেষ অতিথি)।প্রদীপ প্রজ্জলন ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় বেলা ১১ টা থেকে।মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থেকে বিশিষ্ট কবি ও শিক্ষক শ্রী অভিজিৎ দত্ত মহাশয়ের একক সপ্তম কাব্য গ্রন্থ, কাব্যের কলরব প্রকাশিত হয়।এছাড়াও যে যৌথ সংকলনগুলি প্রকাশিত হয় ,দশভুজা মা,কবির দরবার সাহিত্য পত্রিকা ও স্বপ্ন দেখে মন।কবিতা পাঠ,বক্তব্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় বেলা ২ টায়।অনুষ্ঠানে উপস্থিত থেকে সাফল্যমন্ডিত করার জন্য সংকলন পরিবারের সম্পাদক শ্রী সুরজিৎ সাহা মহাশয় সকলকে ধন্যবাদ জানান।
সাহিত্য ও কবিতা নিয়েও আলোচনা ,পাঠ এবং বিশিষ্টজনদের বক্তব্যও পরিবেশিত হয় ।