প্রয়াত বিশিষ্ঠ সাহিত্যিক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য
পরিমল কর্মকার (কলকাতা) : প্রয়াত হলেন বিশিষ্ঠ সাহিত্যিক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য (৮৯)। বৃহস্পতিবার বেলা ১২ টা ১০ মি: নাগাদ তিনি তার টালিগঞ্জের (রানিকুঠি) বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গিয়েছে, তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার ৩ পুত্র ও ২ কন্যা বর্তমান। নিমাইবাবুর স্ত্রী ও আরও ২ কন্যা আগেই প্রয়াত হয়েছেন।
উল্লেখ্য, প্রথম জীবনে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। কলকাতায় এই পেশা শুরু করলেও পরবর্তীতে তিনি ২৫ বছর দিল্লিতে সাংবাদিকতা করেছেন। এই পেশায় যুক্ত থাকার কারণে তিনি খুব কাছ থেকে দেখেছেন রাজনৈতিক জগৎ থেকে শুরু করে ফিল্মি দুনিয়াকে।
সেই অভিজ্ঞতার ছায়া ফেলেছিল তার গল্প, উপন্যাসে। সেই সুবাদে ১৯৬৪ সালে তার লেখা “রাজধানীর নেপথ্যে” প্রকাশিত হয়। পাঠক মহলে এই বইটি উল্লেখযোগ্যভাবে সাড়া ফেলেছিল। এরপরে অবশ্য তিনি পুরো সময়ের জন্য লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন।
একটা দীর্ঘ পর্বে বাঙালির গল্প পড়ার খিঁদে মিটিয়েছে নিমাই ভট্টাচার্যের রচনা। উপন্যাস ও ছোট গল্পের পাশাপাশি তিনি লিখেছেন “বিপ্লবী বিবেকানন্দ”র মতো বইও। নিমাইবাবুর লেখা উপন্যাসের সংখ্যা ১৫০ টিরও বেশি।
১৯৭২ সালে তার লেখা উপন্যাস নিয়ে চিত্র পরিচালক পিনাকী মুখোপাধ্যায় “মেমসাহেব” নামে একটি ছবি করেন। উত্তমকুমার ও অপর্ণা সেন অভিনীত ওই ছবিটি আজও রোম্যান্টিক পর্বের একটি মাইলস্টোন। এছাড়াও “রাজধানী এক্সপ্রেস” “গোধুলিয়া” ইত্যাদি তার লেখা উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য।