প্রয়াত বিশিষ্ঠ চিত্র পরিচালক বাসু চ্যাটার্জী
পরিমল কর্মকার (কলকাতা) : বৃহ্পতিবার মুম্বাইয়ে প্রয়াত হলেন বিশিষ্ঠ চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
বেশ কিছদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
১৯২৭ সালের ১০ জানুয়ারী আজমেড়ে জন্ম বাসু চ্যাটার্জীর। হৃশিকেশ মুখোপাধ্যায় ও বাসু ভট্টাচার্যের যোগ্য উত্তরসুরী ছিলেন বাসু চ্যাটার্জী। মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখের প্রেক্ষাপটেই বেশিরভাগ ছবি করেছেন তিনি। তার উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে চিতচোর, রজনীগন্ধা, উসপার, ছোটি সি বাত, পিয়া কা ঘর, বাতো বাতো মে, প্রিয়তমা, চক্রব্যূহ, চামেলী কি শাদী, সৌকিন সহ বহু ছবি।
বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ের স্যান্টাক্রুজ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের সময় বলিউড চিত্রজগতের বিশিষ্ঠ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তার প্রয়াণে মুম্বাই চলচ্চিত্র জগৎ সহ সর্বভারতীয় চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে।