করোনা’য় আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ঠ সাংবাদিক অঞ্জন বন্দোপাধ্যায়
পরিমল কর্মকার (কলকাতা) : করোনা’য় আক্রান্ত হয়ে কলকাতার বাইপাস লাগোয়া মেডিকা হসপিটালে রবিবার (১৬ মে) রাত ৯ টা ২৫ মিনিটে অকালেই প্রয়াত হলেন বিশিষ্ঠ সাংবাদিক অঞ্জন বন্দোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
প্রসঙ্গত: গত ১৪ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হন অঞ্জন বন্দোপাধ্যায়। কয়েকদিন হসপিটালে কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। তারপর কয়েকদিন পর আবার তিনি তাঁর বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে আবার হসপিটালে ভর্তি করা হয়। ক্রমশঃ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষপর্যন্ত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় বলে সূত্রের খবর। রবিবার রাত ৯ টা ২৫ মিনিটে তিনি প্রয়াত প্রয়াত হন।
অঞ্জন বন্দোপাধ্যায় আনন্দবাজার পত্রিকা ও আজকাল পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ডিজিট্যাল মিডিয়ায়ও সাবলীল ভূমিকা পালন করছিলেন। তিনি কর্মরত ছিলেন জি-২৪ ঘণ্টায় চিফ এডিটর হিসেবে। উল্লেখ্য, অঞ্জন বন্দোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়ের ভাই। তাঁর অকাল প্রয়াণে বাংলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।