নিউজ ডেস্ক :- রাজ্যগুলির বকেয়া ৪৭,২৭২ কোটি অন্যত্র খরচ কেন্দ্রের, প্রকাশ ক্যাগের রিপোর্টে
নিজস্ব প্রতিনিধি: বকেয়া জিএসটি নিয়ে রাজ্যগুলির যে দাবি তা মান্যতা পেল ক্যাগের এক রিপোর্টে। সম্প্রতি যে রিপোর্ট ক্যাগের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে রাজ্যগুলির প্রাপ্ত প্রায় সাড়ে ৪৭ হাজার কোটি টাকা অন্যত্র খরচ করেছে সরকার। রাজ্যগুলিকে যে টাকা দেওয়ার কথা তা তাদের না দিয়ে অন্যত্র খরচ করার কথাও ক্যাগের রিপোর্টে বলা হয়েছে।
এই নিয়ে শুক্রবার রাতেই টুইট করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এরপরেই সকলে নড়েচড়ে বসে। এই ইস্যু নিয়ে ফের বিরোধী দলগুলি আন্দোলনে নামবে বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই রাজ্যগুলি তাদের বকেয়া জিএসটি নিয়ে দাবি জানিয়ে আসছে। কিন্তু রাজ্যের পক্ষ থেকে এত দাবি সত্ত্বেও কেন্দ্র কিছুই জানায়নি। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, ২০১৭-১৮ আর্থিক বছরে জিএসটি থেকে সেস বাবদ ৬২,৬১২ কোটি টাকা আদায় হয়েছিল। তার মধ্যে ৫৬,১৪৬ কোটি টাকা জিএসটি ক্ষতিপূরণ তহবিলে দেওয়া হয়েছে। সেই টাকা রাজ্যগুলিকে দেওয়া হয়েছে।
এরপর ২০১৮-১৯ আর্থিক বছরেও এই সেস বাবদ আদায় হয়েছিল ৯৫,০৮১ কোটি টাকা। কিন্তু তার মধ্যে থেকে মাত্র ৫৪,২৭৫ কোটি টাকা ক্ষতিপূরণ তহবিলে দিয়ে দিয়েছে সরকার। অর্থাৎ জিএসটি বাস্তবায়ণের পর প্রথম দুই আর্থিক বছরে সেস বাবদ যে আদায় হয়েছিল রাজ্যগুলি থেকে থেকে তার থেকে মোট ৪৭,২৭২ কোটি টাকা সরিয়েছে কেন্দ্র। এটা জিএসটি আইনবিরুদ্ধ কাজ হয়েছে বলেই দাবি জানিয়েছেন অমিত মিত্র।
ক্যাগের রিপোর্ট প্রকাশ হওয়ার পর মমতা-সহ বিরোধীরা যে এই বিষয়ে কেন্দ্রকে আরও শক্তভাবে চেপে ধরবে তা বলাই যায়। কারণ, জিএসটির নিয়ম অনুযায়ী কেন্দ্র পাঁচ বছরের জন্য ক্ষতিপূরণ রাজ্যগুলিকে দেবে। কিন্তু করোনার আবহে দীর্ঘদিন ধরেই রাজ্যের বকেয়া কেন্দ্র দিচ্ছে না। তা নিয়ে সব বিরোধী রাজ্যগুলি সুর চড়িয়েছে। কিন্তু তারপরেও কেন্দ্র বকেয়া টাকা দেয়নি। এই আবহেই ক্যাগের এই রিপোর্ট যে দেশের রাজনীতিতে ফের উত্তাপ বাড়াবে তা বলাই যায়।