যোগী আদিত্যনাথের গলায় এবার হায়দ্রাবাদের নাম ভাগ্যনগর!ো
হায়দ্রাবাদ: বিজেপি ক্ষমতায় আসার পর দেশের এক একটি মুসলিম নামাঙ্কিত শহর ও মুসলিম স্থাপত্যের নাম পরিবর্তন করেছে। এবার সেই তালিকা থেকে হয়তো বাদ পড়বে না নিজামের শহর হায়দ্রাবাদ। খোদ হায়দ্রাবাদ শহরে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকাশ্যে জানিয়েছেন হায়দ্রাবাদের নাম পরিবর্তন করা হবে যদি আমরা বিজেপি ক্ষমতায় আসি। তাহলে হায়দ্রাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ভাগ্যনগর।
বলাবাহুল্য আগামী ১ ডিসেম্বর হায়দ্রাবাদ করপোরেশনের ১৫০ টি ওয়ার্ডের নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে আসাদউদ্দিন ওয়াইসির মিম ও চন্দ্রশেখরের টিআরএস জোট বেধেছে। তাই হায়দ্রাবাদের কর্পোরেশনের যেনতেন প্রকারে ক্ষমতায় আসতে চরম হিন্দুত্বের রাজনীতি শুরু করেছে বিজেপি। শনিবার হায়দ্রাবাদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর কথাতেই তা স্পষ্ট হলো। যোগী আদিত্যনাথ এর কথায় কিছু মানুষ আমার কাছে জানতে চেয়েছিল যে হায়দ্রাবাদের নাম পরিবর্তন করে কি ভাগ্যনগর করা হবে। তার জবাবে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, আমরা ক্ষমতায় আসার পর ফাইজাবাদ এর নাম পরিবর্তন করে অযোধ্যা করেছি। এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করেছি। তাহলে ক্ষমতায় আসলে আমরা হায়দ্রাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করব।