নিউজ ডেস্ক,- জেলায় ব্লক সভাপি কে হচ্ছেন আর কে বাদ যাচ্ছেন এই নিয়ে চলছে জোর আলোচনা । খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে মুর্শিদাবাদ তৃণমূলের নতুন জেলা কমিটি। আগামী বছরের বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে নতুন কমিটিতে ব্লক ও মহকুমা স্তরে কিছু পরিবর্তন হতে চলেছে বলে তৃণমূল সূত্রের খবর। শনিবার সর্ব ভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জীর কলকাতার অফিসে মুর্শিদাবাদ জেলার ছয় শীর্ষ নেতার সাথে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী নিজে। এছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী ও তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর।
তৃণমূল সূত্রের খবর -আজকের বৈঠকে মুর্শিদাবাদ জেলা থেকে যোগ দেন জেলার চার জন কোঅর্ডিনেটর-অশোক দাস , সৌমিক হোসেন, খলিলুর রহমান এবং অরিত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খান ও পার্টির চেয়ারম্যান সুব্রত সাহা।
তৃণমূলের দুই শীর্ষ নেতা ও প্রশান্ত কিশোরের সাথে মুর্শিদাবাদের ছয় প্রতিনিধির প্রায় চার ঘন্টা ধরে বৈঠক চলে।
বৈঠকে উপস্থিত এক তৃণমূল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘ সময় ধরে নতুন জেলা কমিটি তৈরির প্রস্তুতি চলছে। জেলা থেকে, ব্লক ও অন্যান্য কিছু পদাধিকারী পরিবর্তনের আবেদন রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছিল। আজ জেলা নেতৃত্বের তালিকা ধরে বিস্তৃত আলোচনা হয়েছে। রাজ্য নেতৃত্ব সেই তালিকা মমতা ব্যানার্জীর কাছে জমা করবেন। তার অনুমোদন পাওয়ার পর কলকাতা থেকে সেই তালিকা ঘোষণা করা হবে। ”
তৃণমূল সূত্রের খবর -আজকের বৈঠকে জেলার নেতারা একদিকে যেমন তাদের পছন্দের নেতাদের নামের একটি তালিকা নিয়ে আলোচনার টেবিলে বসেন অন্যদিকে প্রশান্ত কিশোরের টিমের সার্ভেতে উঠে আসা বিভিন্ন নাম নিয়ে আলোচনা হয়। দীর্ঘ বৈঠকে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নতুন কমিটিতে স্থান দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন , “মুর্শিদাবাদের কিছু ব্লক সাংগঠনিক কারণে দুটি ভাগে বিভক্ত রয়েছে। সেই কারণে জেলার কিছু প্রশাসনিক ব্লকে তৃণমূলের দুজন ব্লক সভাপতি রয়েছে। সম্ভবত নতুন কমিটিতে এই ব্যাবস্থাতে কিছু পরিবর্তন আসতে চলেছে। ”
তৃণমূল সূত্রে আরও খবর -২০২১এর বিধানসভা ভোটের আগে ব্লক বা টাউন কমিটিতে ব্যাপক রদ বদল হবে না। কারণ তাতে আগামী বিধানসভা নির্বাচনে খারাপ প্রভাব পড়তে পারে। নতুন কমিটিতে কিছু নতুন ও পুরানো মুখ স্থান পেলেও আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সম্ভবত নতুন কোন পদ তৈরী হচ্ছে না।
বৈঠকে উপস্থিত এক তৃণমূল নেতা বলেন ,”সম্ভবত আজই নতুন তালিকা মমতা ব্যানার্জীর কাছে পৌঁছে যাবে। সেক্ষেত্রে আমাদের ধারণা সোমবার অথবা মঙ্গলবার মুর্শিদাবাদের নতুন জেলা কমিটি কলকাতা থেকে ঘোষণা হবে। ”