ওয়েব ডেস্ক ;- করোনা নিয়ে তাবলিগ জামাতের দিল্লির মারকাজে তাবলিগ জামাতের লোক থাকা নিয়ে গোটা দেশে শুরু হয়েছিল বিতর্ক । সেই সময় এক হিন্দু নেতা ঘোষণা দিয়েছিলেন যে যদি কোন তাবলীগ সদস্যা প্রশাসনের হাতে তুলে দিতে পারে তাহলে দেওয়া এগার হাজার টাকা পুরষ্কার। দিল্লির নিজামুদ্দিনে তবলিগি মারকাজ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর অভিযোগ ওঠার পর বিভিন্ন বিজেপি নেতা সহ বহু ব্যক্তি নানা সমালোচনামূলক বক্তব্য রেখেছেন। কেউ বলেছেন তবলিগি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, কেউ কড়া শাস্তির দাবি তোলেন। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ যিনি বিজেপির হয়ে কাজ করেন তার এক মন্তব্য বেশে বিতর্ক ডেকে এনেছিল। অজয় শ্রীবাস্তব যিনি আজ্জু হিন্দুস্তানি নামেও পরিচিতি, তিনি বলেছিলেন তবলিগি জামাত দেশে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী। কেউ তবিলিগি কর্মীদের ধরে এনে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দিতে পারলে ১১ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিলেন বিজেপি ঘনিষ্ঠ ওই নেতা। অবশেষে সেই নেতা অজয় শ্রীবাস্তবের মৃত্যু হল করোনা আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল। শুধু অজয়ের নয়, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার মা ও বোনেরও।