*তরুণ গবেষকের উদ্যোগে জমে উঠেছে অনলাইন পাঠচক্র*
আবু সাইদ আহমেদ ,কলকাতা :- লকডাউনে ব্যাপক বিধিনিষেধ কিম্বা সমমনস্কদের ভৌগলিক দূরত্ব, কুছ পরোয়া নেহি। সব প্রতিবন্ধকতাকে ফুতকারে উড়িয়ে উদ্যোগীরা মিলছেন নিজেদের চিনে নেওয়ার কাজে। সমাজ সচেতনতার এক অনন্য প্রয়াস হিসেবে আন্তর্জালমাধ্যমেই গড়ে উঠেছে এক পাঠচক্র। পড়া হচ্ছে মূলত বাঙালি সমাজসংস্কৃতির ওপর বইগুলি। এখানে রাজনৈতিক কাঁটাতারকেও তুচ্ছ করে পশ্চিমবঙ্গ কিম্বা বাংলাদেশের কোন বাছবিচার থাকছে না। তেমনি থাকছে না বয়স কিম্বা পেশার কোনও বেড়াজাল। আয়োজক আসিফ আকরাম যেমন পদার্থবিদ্যার তরুণ গবেষক।
তেমনি এখানে অংশ নিচ্ছেন অধ্যাপনায় নিয়োজিত আফসার আলি, সীমা আহমেদ, সইফুল্লাহ সাহেবের মত চিন্তাবিদ। আধিকারিক নইমুর রহমান যেমন আছেন তেমনি নিছক জানার আগ্রহে চলে আসছেন নুরুল হুদা, ওবাইদুর রহমান, আনিসুর রহমান, তানভীর, দিলরুবা, রামিজ, আকিবের মতো তরুণ সমাজকর্মীরা। চিকিৎসাজগতের সাথে জড়িত ডঃ আনোয়ার সাদাত হালদার, ডঃ আব্দুল বসির কিম্বা ডঃ আবু সঈদ আহমেদরাও পিছিয়ে থাকছেন না। ছাত্র ছাত্রীরাও পিছিয়ে নেই, নাসরিন রুমি, আক্তারুন্নেসা, তাবাসসুম, সুলতানা, মেহবুব, সায়েদ আনোয়ার সহ অনেকেই যোগ দিচ্ছেন।
একদিকে গৈরিকীকরণ অন্যদিকে হিন্দি-হিন্দু-হিন্দুস্থানের আস্ফালনের প্রকোপে ঘুরে দাঁড়াতে এক নয়া বাঙালিয়ানার খোঁজ শুরু হয়েছিল। আন্তর্জালিক জগতে আত্মপরিচিতি সন্ধানের এই অভিনব উদ্যোগ তাতে এক অন্যমাত্রা যোগ করেছে সেটা বলাই যায়।