রাম মন্দিরের ভূমিপুজোয় রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ জানানো যেত, দলিত বিতর্কে ঘি দিলেন মায়াবতী
নিউজ ডেস্ক:- রাম মন্দিরের ভূমিপূজোয় দলিত বলেই কি রাষ্ট্র পতিকে ডাকা হল না । এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক । গত ৫ আগস্ট মহাধুমধামে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন হয়েছে। পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ৪০ কেজি রুপোর ইটও পোঁতেন তিনি। কিন্তু ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর এই নিয়েই এবার মুখ খুললেন বিএসপি (BSP) সভানেত্রী মায়াবতী । তাঁর মতে, অনুষ্ঠানে রাষ্ট্রপতি কোবিন্দকেও আমন্ত্রণ জানানো উচিত ছিল। এতে সমাজে ভাল বার্তা পাঠানো যেত।
রবিবার দলের তরফ থেকে একটি বিবৃতি জারি করেন মায়াবতী। সেখানেই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘৫ আগস্ট অযোধ্যায় ভূমিপুজোর অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও (Ramnath Kovind) আমন্ত্রণ জানানো উচিত ছিল। ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকলে দেশের দলিতদের কাছে ভাল বার্তা দিত। অনেক দলিত সম্প্রদায় অভিযোগ করেছে তাঁদের এই অনুষ্ঠানে ডাকা হয়নি, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে ডাকা হলে ভাল হত।’’ এর আগে গত ৩১ জুলাই টুইট করে জুনা আখড়ার একমাত্র দলিত মহামণ্ডলেশ্বর স্বামী প্রভুনানন্দনকে ওই অনুষ্ঠানে না ডাকার জন্যও উষ্মাপ্রকাশ করেছিলেন তিনি। টুইটে লিখেছিলেন, স্বামী প্রভুনানন্দনকে ওই অনুষ্ঠানে ডাকলে সংবিধানের যে লক্ষ্য, অর্থাৎ জাতপাতহীন সমাজ গড়ার দিকে আর একধাপ এগোনো যেত।
এর পাশাপাশি এদিনের বিবৃতিতে পরশুরামের মূর্তি গড়া নিয়ে সমাজবাদী পার্টির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, ব্রাহ্মণ ভোটব্যাংকের দিকে তাকিয়েই লখনউয়ে পরশুরামের ১০৮ ফুট উঁচু মূর্তি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল সপা সরকার।
এখন অনেকের মনেই প্রশ্ন দলিত বলেই কি রাষ্ট্রপতি রমানাথ কোবিন্দ কে ভুমিপূজোয় আমন্ত্রণ জানানো হয় নি ?