উত্তর প্রদেশ বিধানসভায় ধর্মান্তরকরণ বিল প্রত্যাহারের পক্ষে সমাজবাদী পার্টি
নিউজ ডেস্ক :- লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভায় ধর্মান্তকরণ বিল নিয়ে এসেছিল যোগী আদিত্যনাথ এর সরকার। সেই বিলের বিরোধিতা করে আদিত্যনাথ সরকারকে চাপে ফেলে দিলো অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। চলতি সপ্তাহে উত্তরপ্রদেশ বিধানসভায় ধর্মান্তকরণ বিল ২০২০ আনা হয়। এই বিলে বলা হয়েছে জোর করে বিয়ে করে কাউকে ধর্মান্তকরণ করলে ১০ বছরের জেল হবে। এই বিলের পক্ষে আবার সায় দিয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। কিন্তু এই বিলের বিরোধিতা করে অখিলেশ যাদব সাংবাদিকদের জানান সমাজবাদী পার্টি এই বিল প্রত্যাহারের দাবি জানায়। উত্তরপ্রদেশের সরকার নানাবিধ গুরুত্বপূর্ণ সমস্যা থাকলেও সে সমস্ত বিষয়ে বিধানসভায় কোন আলোচনা চায় না। উল্টে সমাজের মধ্যে হিংসা ছড়াতে ব্যস্ত এই সরকার বলে বিজেপির যোগী আদিত্যনাথ সরকারকে কটাক্ষ করেন তিনি। এছাড়া দিল্লিতে হওয়া আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অখিলেশ যাদব।