ভালোবাসার তত্ত্ব উদ্বোধন করলেন বিজ্ঞানী ড. গৌতম পাল

Spread the love

ভালোবাসার তত্ত্ব উদ্বোধন করলেন বিজ্ঞানী ড. গৌতম পাল

মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীর বিজ্ঞান বিভাগে ‘ভালোবাসার তত্ত্ব’ উদ্বোধন করলেন বিজ্ঞানী ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য ড. গৌতম পাল। উপস্থিত ছিলেন ক্রীড়া-শারীরবিজ্ঞানী ও প্রখ্যাত আবৃত্তিওয়ালা ড. পিনাকী চট্টোপাধ্যায়, উদার আকাশ প্রকাশনের প্রকাশক ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ, বইয়ের লেখক ও গবেষক হেমন্ত তরফদার, স্বপন বিশ্বাস ও ড. দীপান্বিতা দাশগুপ্ত।

উদার আকাশ প্রকাশনের গ্রন্থ উদ্বোধনে ভারতের জাতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ড. গৌতম পাল ভূয়সী প্রশংসা করেন। লেখক হেমন্ত তরফদার জানান, দীর্ঘ কয়েক দশক ধরে তাঁর নিরলস বৈজ্ঞানিক গবেষণার ফসল এই ভালোবাসার নতুন সমীকরণ। তাঁর আশা এই সূত্র আগামী দিনে এই বিষয়ে গবেষণার নতুন দিগন্ত খুলে দেবে।
উদার আকাশ প্রকাশনের প্রকাশক ফারুক আহমেদ বলেন, গ্রন্থটি পাঠক দরবারে সমাদৃত হলে, আমাদের প্রয়াস সার্থক।
ড. পিনাকী চট্টোপাধ্যায় বলেন, বিষয় ভাবনা ও আঙ্গিকের দিক থেকে সমাজ বিজ্ঞানের গবেষণায় গ্রন্থটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.