বাংলার পরিযায়ী শ্রমিকের ছেলে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ান শীপে তৃতীয় স্থান
মোমিন আলি লস্কর দক্ষিণ ২৪পরগনা-
দক্ষিণ ২৪ পরগনার জেলার মগরাহাট এক নম্বর ব্লকে,উস্তি থানার উত্তর কুসুমপুর পঞ্চায়েতে কারবালা গ্ৰামে অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন তৌফিক ইসলাম সিপাই।জীবনের দুঃখ কষ্ট কে উপেক্ষা করে মনের সাহসী পরিচয় দিয়ে জীবন যাত্রা শুরু করেন। বাবা মইদুল ইসলাম সিপাই পেশায় একজন পরিযায়ী শ্রমিক ,দুই ছেলে কে নিয়ে ছোট পরিবারে মধ্যে কষ্টের উপর দিন যাপন করে আসছেন। তৌফিক ইসলাম সিপাই ছিলেন বড় ছেলে। তার বাবার হাত ধরার মত কেউ ছিল না।তৌফিক ইসলাম সিপাই,ছোট থেকে মেধাবী ছাত্র ছিল। অক্লান্ত পরিশ্রম ও দারিদ্র্যতাকে পিছনে ফেলে মনের জেদেই শুরু করে প্রাকটিস দারিদ্র্যতার জন্য ই ভালো ভাবে অনুশীলন করার সুযোগও মেলে নি ।ইন্টারন্যাশনালচ্যাম্পিয়ান শিপে এই মেধাবী ছাত্র কোচ -আত্মীয়র সহযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ান শিপ ২০২৩ -এ বছর বাংলাদেশের যশোর জেলায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা ।এই অনুষ্ঠানে ৭টি দেশ অংশ গ্ৰহন করেছিল। ১৭ জনকে হারিয়ে , সর্বশেষ নেপাল কে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করল বাংলার দামাল ছেলে তৌফিক ইসলাম সিপাই । আজ বিকাল ৪টা ২০মিনিটৈ দেউলা স্টেশন পৌঁছায়,এই খবর পাওয়ার পর বাবা-মা এবং গ্ৰামের বাসিন্দার আনন্দে তার আত্মহারা হয়ে পড়েন।ব্রোঞ্জ পেয়ে খুশি পরিবার থেকে শুরু করে গোটা এলাকাবাসী।