কোভিড যোদ্ধা হিসাবে আল-আমীনের প্রাক্তনী চিকিৎসক শবনম বানুকে সম্মান জানাল রাজ্য সরকার
নিজস্ব সংবাদদাতাা:- শনিবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শবনমকে মানপত্র ও পদক দিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সরকারি তালিকায় কোভিড যোদ্ধা হিসাবে থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, শিক্ষকবন্ধু থেকে প্রশাসনের আধিকারিকদের মধ্যে এমন ২৫ জনকে কোভিড যোদ্ধা হিসাবে সম্মান জানানো হয়েছে ওই দিন।
সেখানে চিকিৎসক হিসাবে এই সম্মান পেলেন মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের চিকিৎসক শবনম।
যিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনার সঙ্গে জীবন যুদ্ধের লড়াইয়ে জয়ী হয়ে ফের চিকিৎসা পরিষেবা দিকে শুরু করেছেন
শবনমের কথায় কোভিড নিয়ে সামাজিক বাধা তো ছিলই। করোনা আক্রান্ত হওয়ার পর সেই বাধা আমার জন্যই এসেছে
তবে, এখন সুস্থ হয়ে কাজে ফিরতে পেরে ভালো লাগছে। মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান পেয়ে কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল