আমফান ঝড়ে নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার। ক্ষয়ক্ষতির জন্য কেন্দ্রের কাছে সাহায্য চাইল রাজ্য।
পরিমল কর্মকার, কলকাতা : গতকাল ঝড়ের তাণ্ডবে কলকাতা ও দুই পরগনা সহ নদীয়া জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে বৃহস্পতিবার (২১ মে ) নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “আমফান” ঝড়ে মৃত্যুও ঘটেছে বহু মানুষের। মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে একথাও জানান তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে ঝড়ে ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে।
ঝড়ের তান্ডবে রাজ্যে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ গাছ ভেঙ্গে গিয়েছে। এজন্য বিভিন্ন রাস্তাঘাট আটকে রয়েছে। অবিলম্বে এগুলো সরানো ও পরিষ্কার করার জন্য ১০০ দিনের কর্মীদের কাজে লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রচণ্ড ঝড়ে রাজ্যে ১০/১২ জনের মৃত্যু হয়েছে বলে আপাতত: জানা গিয়েছে। তবে পুরো রিপোর্ট পেলে বিশদে বলা যাবে। মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার, সাংবাদিক বৈঠকে একথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন মৎস্যজীবিদের সাহায্য সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের ক্ষতিগ্রস্ত প্রতিটা মানুষ যেন ত্রিপল পায়, সেটাও তদারকি করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ কর্মীরা কাজ করছেন বলে জানান তিনি। ঝড়ের তান্ডবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য তিনি কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন বলেও জানান তিনি।