আলোচনায় রঙ্গশীর্ষ-এর নাটক: ঘ্রাণ
সোহম চ্যাটার্জী : – জীবনের গন্ধের উৎস খুঁজে বেড়ানো এক মানুষের গল্প । সিঁথি কোলকাতা রঙ্গশীর্ষ প্রযোজিত এবং অর্পিতা দাশগুপ্ত রচিত “ঘ্রাণ” নাটকটি বর্তমান সময়পযোগী। নাটকটির মূল চরিত্রে রয়েছেন এক ব্যক্তি, যিনি নানান রকমের ঘ্রাণ বা গন্ধ পেয়ে থাকেন এবং তিনি সেই ঘ্রাণের উৎস পাগলের মতো খুঁজে বেড়ান। মায়ের আঁচলে, সন্তানের শরীরে, পথে-প্রান্তরে, কখনো এই ঘ্রাণ তার কাছে নষ্টালজিয়া আবার কখনো এই ঘ্রাণই তার কাছে বিশ্বাসভঙ্গের প্রতিভূ। জীবনের ঘ্রাণে মিশে যায় তার ওঠা-পড়ার ছন্দ, এই ঘ্রাণের অন্বেষণ তাকে পৌঁছে দেয় এক অমোঘ পরিণতিতে। সেই সঙ্গে দর্শককেও নিজের অস্তিত্বের পরিচয় করিয়ে দেয়।
পৃথা ভট্টাচার্যের নিখুঁত নির্দেশনার গুনে এবং মনোজিৎ মিত্রের দক্ষ অভিনয়ের দরুন নাটকটি বিশেষ মাত্রা পেয়েছে। নিঃসন্দেহে বলা যায় ‘ঘ্রাণ’ নাটকটি অর্পিতা দাশগুপ্তের অন্যতম শ্রেষ্ঠ রচনা। নাটকের আলো ও আবহের ব্যাবহার এবং উপস্থাপনার স্টাইল নির্দেশক পৃথা ভট্টাচার্যকে অন্যদের থেকে আলাদা করে দেয়। সর্বোপরি মনোজিৎ মিত্রের অসাধারণ ও স্বাভাবিক অভিনয় ‘ঘ্রাণ’ নাটকের সম্পদ। প্রতিটা মানুষের এই নাটকটি অবশ্যই দেখা উচিত শুধু নিজের মুখোমুখি আসার জন্য, নিজেকে চেনার জন্য।