রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম-এর নেতৃত্বে এগিয়ে চলেছে তৃতীয় দিনের পদযাত্রা

Spread the love

রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম-এর নেতৃত্বে এগিয়ে চলেছে তৃতীয় দিনের পদযাত্রা

নিজস্ব সংবাদদাতা :-     গঙ্গা ও পদ্মা নদী ভাঙনের দীর্ঘ দিনের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে প্রথম কর্মসূচি হিসেবে ৭ থেকে ১৪ ডিসেম্বর ফরাক্কা থেকে লালগোলা প্রায় ১০০ কিলোমিটার পদযাত্রা চলছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার, আজ তার তৃতীয় দিন।

সামশেরগঞ্জ বিধানসভার কাকুরিয়া অঞ্চল থেকে মধ্য চাচন্ড উত্তর চাচন্ড গঙ্গার ধার হয়ে বাসুদেবপুর হাই স্কুল থেকে জালাদিপুর হয়ে রেজিস্ট্রি মোড় হয়ে ব্যাংডুবি নেতাজি মোড় হয়ে সুতি বিধানসভার ঔরঙ্গাবাদ, হক সাহেব মোড় দিয়ে নিচুতলা, ছাবঘাটি, সুলতানপুর হয়ে মদনা, দীর্ঘ ১৫ কিলোমিটার পায়ে হাঁটেন রাজ্য নেতৃত্ব ও কর্মীরা।

বিভিন্ন মোড়ে রাজ্য নেতৃত্বকে মালা দিয়ে বরণ করেন ও আশীর্বাদ জানিয়ে আন্দোলনের সাফল্য কামনা করেন গ্রামবাসীরা। রাজ্য সহ সভাপতি বলেন ভাঙন কবলিত এই সমস্ত এলাকার জনসাধারণ অপেক্ষায় ছিল এই রকম এক আন্দোলনের। এসডিপিআই তা পূরণ করেছে এবং শুধুই এই পদযাত্রা নয়, ১৪ ডিসেম্বর রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে জনগনের মধ্যে সচেতনতা গড়ে তুলতে লালগোলার এম এন একাডেমী ময়দানে অনুষ্ঠিত হবে গর্জন সমাবেশ। তাছাড়া আগামী এক বছর একের পর এক কর্মসূচি নেবে এসডিপিআই, যেকোনো মূল্যে নদী ভাঙনের স্থায়ী সমাধান করবে হবে ও জীবিকা হারানো মানুষদের স্থায়ী বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.