নিউজ ডেস্ক:- ইজরায়েলের প্রধানমন্ত্রীর ছেলে কয়েকদিন আ্ে দুর্গা দেবীকে নিয়ে একটা বিকৃত ছবি পোষ্ট করেছিলেন অবশেষে ক্ষমা চাইলেন । হিন্দুদের ধর্মীয় ভবাবেগে আঘাত করার জন্য ক্ষমা চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর। ‘অজান্তেই’ রাজনৈতিক তরজায় প্রতিপক্ষকে বিঁধতে দেবী দুর্গার একটি বিকৃত ছবি টুইটারে পোস্ট করেছিলেন ইয়াইর। তা নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।
ঘটনাটির সূত্রপাত গত রবিবার। সেদিন নিজের টুইটার হ্যান্ডেলে, আইনজীবী লিয়াত বেন আরির মুখ বসানো দেবী দুর্গার ছবি পোস্ট করেন ইয়াইর। বলে রাখা ভাল, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চলা একাধিক দুর্নীতি মামলা সরকার পক্ষের আইনজীবী বেন আরি। ফলে স্বাভাবিকভাবেই তাঁর উপর মোটেও খুশি নয় শাসকদল ও প্রধানমন্ত্রীর ছেলে। তাই বাবার পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করে আরিকে তুলোধোনা করতেই কাজটি করেছিলেন ইয়াইর। কিন্তু এতে ফল হয় উলটো। ছবিটি নিয়ে দেখা দেয় তুমুল বিতর্ক। হিন্দু সমাজের অনেকেই প্রতিবাদ জানান। ইজরায়েলের জনতার একাংশও শামিল হন তাতে। শেষমেশ পরিস্থিতি বেগতিক দেখে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী পুত্র ইয়াইর।
সংবাদমাধ্যমে সাফাই দিয়ে তিনি বলেন, “আমি একটি পেজ থেকে এই মিমটি নিয়েছিলাম। সেখানে ইজরায়েলের রাজনীতিবিদের নিয়ে নানা মজার মজার ব্যাঙ্গাত্মক পোস্ট করা আছে। রাজনৈতিক প্রতিদ্বন্দীদের নিশানা করাই আমার উদ্দেশ্য ছিল। তখন বুঝতে পারিনি ছবিটি আসলে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। আমার ভারতীয় বন্ধুদের কাছ থেকে বিষয়টি জানতে পেড়েই সঙ্গে সঙ্গে টুইটটি মুছে ফেলেছি। এই ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী।”