ওয়েব ডেস্ক:- রাজ্য রাজনীতিতে চলছে জোর গুঞ্জন জল্পনা আলোচনা । এদিকে শুভেন্দু মা অসুস্থ .উদ্বিগ্ন মমতা ব্যার্নাজী ফোন করলেন শিশির অধিকারীকে । তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে ফোন করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় পনেরো মিনিট কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদের। দীর্ঘ এই কথাবার্তায় কোনও রাজনৈতিক বিষয় উঠে আসেনি বলেও জানা যাচ্ছে। শুধুমাত্র সৌজন্য কথাবার্তা হয়েছে বলেই খবর।
তবে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন শিশির বাবুর স্ত্রী গায়ত্রী অধিকারীর শারীরিক অবস্থা নিয়ে। প্রায় দলের বর্ষীয়ান নেতা এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রায় মিনিট ১৫ কথা হয়। জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে অসুস্থ গায়েত্রীদেবী। হঠাত করে জ্বর আসে তাঁর। হঠাত এই পরিস্থিতিতে জ্বর আসায় স্বভাবতই চিন্তিত হয়ে পড়েন পরিবারের সবাই। চিন্তা বাড়ে শিশির অধিকারীরও।
অসুস্থতার খবর পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও। আর তা শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। আর তাই সকালেই শিশির অধিকারীকে ফোন করেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন গায়েত্রী দেবীর শরীরের বিষয়ে। পাশাপাশি তাঁরও শারীরিক অবস্থার খোঁজ নেন দলনেত্রী। প্রায় পনেরো মিনিট কথা হয় দু’জনের ।
যদিও এই দীর্ঘ সময়ে কোনও রাজনৈতিক বিষয়ে কথা হয়নি বলেই সূত্রের খবর। এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিকিৎসার জন্যে বুধবার কলকাতায় নিয়ে আসা হয়েছে গায়েত্রীদেবীকে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এই প্রসঙ্গে শিশির অধিকারী এক নিউজ ১৮-কে জানিয়েছেন, “আমার স্ত্রী অসুস্থ হওয়ায় আগে থেকেই হাসপাতালের ব্যবস্থা করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ও সাহায্য করেছে।
তবে সূত্রের খবর, এখন অনেকটাই ভালো রয়েছেন গায়েত্রীদেবী। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। ধীরে ধীরে সুস্থ হচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, খুব শীঘ্রই বাড়ি ফিরবেন শিশির-জায়া। এই মুহূর্তে অধিকারী পরিবারের অনেকেই কলকাতায় রয়েছেন। তবে পূর্ব মেদিনীপুরে দলীয় কাজে ব্যস্ত রয়েছেন শুভেন্দু অধিকারী।