নিউজ ডেস্ক :- বিজেপির (BJP) যোগদান মেলাকে কেন্দ্র করে সাতসকালে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের পলাশডিহা। বিজেপির মঞ্চেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ দল। ভাঙচুর চালানো হয়। এদিনের সংঘর্ষের জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন।
রাজ্যজুড়ে যোগদান কর্মসূচি করছে বিজেপি। দলে দলে মানুষ যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। সোমবার আসানসোল সাংগঠনিক জেলার তরফে যোগদান মেলার আয়োজন করা হয় দুর্গাপুরের পলাশডিহাতে। নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে যান বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি লক্ষ্ণণ ঘড়ুই-সহ অন্যান্যরা। যোগদান শুরুর কিছুক্ষণ আগে আচমকাই মঞ্চে হাতাহাতিতে জড়িয়ে পড়ে কয়েকজন যুবক। উত্তপ্ত হয়ে ওঠে সভাস্থল। মঞ্চে ভাঙচুর চলে। জখম হন প্রায় ৬ জন। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।
বিজেপির জেলা সভাপতি লক্ষ্ণণ ঘড়ুইয়ের অভিযোগ, এই অশান্তির নেপথ্যে তৃণমূল। পরিকল্পনামাফিক শাসকদল এভাবে ঝামেলা তৈরির চেষ্টা করছে। আহত এক বিজেপির কর্মীর কথায়, “যে সকল তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিতে এসেছে, তাঁদের মধ্যে থেকেই এই হামলা চালানো হয়েছে।” অভিযুক্তদের শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, বাম আমলের অবৈধ কয়লা ব্যাবসার বেতাজ বাদশা কয়লা মাফিয়া রাজু ঝা এদিন যোগ দেন বিজেপিতে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের হাত থেকে দলের পতাকা গ্রহণ করেন তিনি। তার সঙ্গে ওই সময়ের ‘রাজু কোম্পানি’র সহযোগী উৎপল রায়, পার্থ চট্টোপাধ্যায় সহ ১৫০ জন বেআইনি কয়লা পাচারে অভিযুক্তরাও যোগ দিলেন দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা মাঠে ‘বিজেপি যোগদান মেলা’য়।
সৌজন্য :- ছবি ও.খবর সংবাদ প্রতিদিন