দিলদার আলী .দঃদিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ভ্যান চালকের মেয়ে এই বছর উচ্ছ মাধ্যমিক ভাল রেজাল্ট করে 482 নম্বর পেয়ে নজির গড়লেন মনের জোরে শুধু ইচ্ছা থাকলে কোনো কষ্টই বাধা হয়ে দাড়ায় না ।রোজ পরিবারের অভাব অনটন লেগেই ছিলো তার পরিবাবারে বাবা আনছার আলী ভ্যান চালিয়ে কোন মতো সংসার চালান আর সেই লক্ষ্য নজির গড়লেন এই বছর রোকসানা বাংলায় পেয়েছেন 90 ইংরেজি তে 93 রসয়ানে 97 অঙ্কে 97 পদার্থবিদ্যায় 97 তিনি বলেন খুব কষ্ট করে পড়াশোনা করে সাফল্যের পিছনে রয়েছে আমার স্কুলের শিক্ষক ও শিক্ষিকা রায় আজ কুসুমন্ডি ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেন কুসুমন্ডি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রোকসানা খাতুন ভালো রেজাল্ট পেয়ে 482 বিজ্ঞান বিভাগ) সংবর্ধনা জানান কুশমন্ডি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ঋত্বিক জোয়ার্দার ও সাধারণ সম্পাদক আজিজ বাচ্চু খান এবং সহ সভাপতি হুমায়ুন_কোবির সহ আরো অনেকেই।