স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন কার্যত: দায়সারা, বেহালা বিদ্যাসাগর হাসপাতালে ক্যাথিটার খোলারও লোক নেই, ফেরানো হলো রোগী পরে মৃত্যু রাস্তায়
পরিমল কর্মকার (কলকাতা) : পর্ণশ্রী এলাকার বনমালী নস্কর রোডের বাসিন্দা শান্তিরঞ্জন পোদ্দার (৬৪) নামে অসুস্থ এক বৃদ্ধ তার ক্যাথিটার খোলার জন্য রবিবার (১১ এপ্রিল) রাতে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে যান। কিন্তু সেখানে স্টাফ নেই, এই অজুহাতে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে তখন তিনি একাই রাসবিহারীতে একটি বেসরকারি হাসপাতালে ক্যাথিটার খোলার জন্য যান। রাত ৩ টার সময়ও ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা হয় কিন্তু তারপর থেকেই শান্তিবাবুর ফোনে “সুইচ অফ”…. এরপরই বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে।
তারপর খোঁজখবর করতে থাকেন তার বাড়ির লোকেরা। বাড়ি থেকে থানার উদ্দেশ্যে যাওয়ার সময়ই বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরত্বে রক্তার্ত অবস্থায় শান্তিবাবুকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। তার দেহের পাশেই খালি মানি ব্যাগটিও পড়ে ছিল বলে জানা গিয়েছে। তার স্ত্রীর অভিযোগ, ড্রাইভারই হয়তো টাকার লোভে তার স্বামীকে মেরে ফেলেছে। কারণ তার পায়ের উপর দিয়ে গাড়ীর চালিয়ে দেওয়া হয়েছে। যারফলে তার পা দুটোও ভেঙ্গে গিয়েছে। এ ব্যাপারে পর্ণশ্রী থানায় সোমবার একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত : রাজ্যে সার্বিক উন্নয়নের পাশাপাশি নাকি স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে…. রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই দাবি উঠলেও, বর্তমান সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যে কি করুণ পরিণতি, তা এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সাধারণ একটা ক্যাথিটার খোলার জন্য বিদ্যাসাগর হাসপাতালে লোক থাকেনা। তাহলে বড় কোনও রোগের চিকিৎসা এখানে হবে কি করে ? এরই নাম “সব সাগর বার বার, বিদ্যাসাগর একবার…..”