ওয়েব ডেস্ক: – ফয়াদ হালিম করোনা মুক্ত হয়ে বাড়ী ফিরলেন । আর এ দিকে মহঃ সেলিম করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ।করোনা বঙ্গ সি পি এম কে ধীরে ধীরে গ্রাস করছে। বঙ্গ সিপিএমের অন্দরে আরও চওড়া হচ্ছে করোনার থাবা। এবার আক্রান্ত হলেন পলিটবুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। সূত্রের খবর, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে চিকিৎসার জন্য। জনপ্রিয় নেতার এই শারীরিক অবস্থার খবর শুনে উদ্বিগ্ন দলের কর্মী, সমর্থকরা। তাঁরা সকলে সেলিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এর আগে সিপিএমের তিন বর্ষীয়ান নেতা আক্রান্ত হয়েছেন করোনায়। প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, শ্যামল চক্রবর্তী এবং অশোক ভট্টাচার্য। তার মধ্যে অশোক ভট্টাচার্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তাঁকে রবিবার রাত থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এবার মহম্মদ সেলিমও আক্রান্ত। সবমিলিয়ে চিন্তা অনেকটাই বাড়ল আলিমুদ্দিনের।
সৌজন্য:- প্রতিদিন