এবার করোনা আক্রান্ত হলেন রাম মন্দিরের রায় দেয়া দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ.

Spread the love

নিউজ  ডেস্ক:- আজ রামমন্দিরের শিলান্যাস  । আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই সেই ঐতিহাসিক মুহূর্ত। বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমিপুজো ও শিল্যান্যাস অনুষ্ঠান হবে অযোধ্যার রাম জন্মভূমিতে। কিন্তু ভূমিপুজোর আগে করোনার থাবা আরও চওড়া হচ্ছে দেশজুড়ে। এবার করোনা আক্রান্ত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি আবার রাজ্যসভার মনোনীত সাংসদও। ২০১৯ সালে ৯ নভেম্বর তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চই রাম মন্দির মামলার ঐতিহাসিক রায় দিয়েছিল। এমন দিনে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল যেদিন রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠান।

 

 

প্রসঙ্গত, এবছর ১৬ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বলা হয় সংবিধানে অনুচ্ছেদ ৮০-১(এ) অনুযায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করেছেন। এই নিয়ে বিরোধীরা আপত্তি জানায়। কংগ্রেসের বক্তব্য ছিল, রাম মন্দির মামলায় হিন্দুদের পক্ষে রায় দেওয়ার ‘পুরষ্কার’ হিসাবেই তাঁকে রাজ্যসভায় মনোনীত করা হল। এই নিয়ে বিস্তর জলঘোলা হয় সেইসময়। তাঁর নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ স্পর্শকাতর রাম মন্দির মামলার রায় দিয়েছিলেন। এছাড়াও রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে কেরলের সবরীমালা এবং রাফালে।

 

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারপর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কোভিড পজিটিভ হন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভাতেও করোনার থাবা পড়েছে। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মন্ত্রীর। রাজ্য বিজেপি সভাপতিও কোভিড পজিটিভ। এবার রঞ্জন গগৈয়ের আক্রান্ত হওয়ার খবরে আরও দুশ্চিন্তা বাড়ছে রাম মন্দিরের অনুষ্ঠান নিয়ে।

 

রাম মন্দিরের শিলান্যাসের আগে পুরোহিত থেকে নেতা মন্ত্ররীদের করোনা পজিটিভ নিয়ে চলছে  খবরের পর খবর । আর আজকে করোনা আবহের মধ্যেই চলছে রামমন্দিরের ভূমিপূজোর অনুষ্ঠান । এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা  ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.