নিউজ ডেস্ক :- একুশে বিধানসভা ভোট কে নিয়ে প্রতিদিনই চলছে দল ভাঙানোর খেলা । এবার সি পি এমের লোকসভার প্রার্থী যোগ দিলেন বিজেপিতে । বিধানসভা ভোটের আগে এ বার বাম শিবিরেরও ভাঙন। মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রিঙ্কু নস্কর। এর আগে ২০১৪-র লোকসভা নির্বাচনে রিঙ্কু দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। ওই নির্বাচনে তিনি জিততে পারেননি। একা রিঙ্কু নন, সিপিএমের আরও কয়েকজন নেতানেত্রী তাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি বিজেপির।
এলাকায় লড়াকু নেত্রী হিসাবেই পরিচিত ছিলেন রিঙ্কু। গত পুর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়ে যাদবপুর এলাকার ১০২ নম্বর ওয়ার্ডে তিনি জয়ী হন। কিন্তু সিপিএম থেকে একে বারে সরাসরি বিজেপিতে যোগ দিলেন কেন? রিঙ্কুর দাবি, “সময় এলেই সব বলব।”
রিঙ্কুকে দলে রাখতে সিপিএম নেতারা আসরে নামেন। এ দিন সকালেও সিপিএম নেতারা তাঁর সঙ্গে কথা বলেন। কিন্তু রিঙ্কু অনড়ই ছিলেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে সিপিএমের এক নেতা বলেন, “রিঙ্কুর স্বামী মানস মুখোপাধ্যায় প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। অনেক দিন হল বিজেপিতে যোগ দিয়েছেন। বেশ কিছু দিন ধরেই রিঙ্কুর দলবদলের খবর আসছিল আমাদের কাছে। ওঁকে বোঝানোর চেষ্টা হয়েছে।”
সৌজন্য :- আনন্দ বাজার পত্রিকা