নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা :- এ বছর এক ব্যাতিক্রমী ঈদ পালন করল মুর্শিদাবাদ জেলা সহ গোটা রাজ্য । লকডাউন করোনা বৃদ্ধি ,চারিদিকে আতঙ্ক । এই সবের মাঝে প্রশাসনের উদ্যেগে , প্রশাসন ও মুসলিম নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে প্রথমবারের মতো বাড়িতেই ঈদুল ফিতর উদযাপন করলেন মুসলিমরা। সোমবার গোটা দেশেই সকাল থেকেই নিজ নিজ বাড়িতে ঈদের নামাজ আদায় করেন মুসলিম সম্প্রদায়েেের মানুষ।। করোনা সহ সমস্ত মসিবত দূর করতে দুহাত তুলে মোনাজাতও করা হয়।
উল্লেখ্য, টানা একমাস ধরে সিয়াম সাধনার পর আজ সোমবার খুশির ঈদ উদযাপিত হচ্ছে। করোনার প্রাদুর্ভাবের মাঝেই ভারতীয় উপমহাদেশের সর্বত্রই সমারোহে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রবিবারই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সম্পন্ন হয়েছে ঈদের নামাজ। আজ ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হচ্ছে। করোনার প্রকোপ রুখতে এবারের ঈদে বাড়িতেই নামাজ পড়ার আহবান জানিয়েছেন মুসলিম নেতৃবৃন্দ। সেই আহ্বানে সাড়া দিয়েই বাড়িতেই নামাজ আদায় করলেন মুসলিমরা।
এবছর ঈদের আনন্দ ও ম্লান ।নেই সেই আনন্দের ধারা। নেই হাতে হাত কোলাকুলি। শূধুই নিরাস আনন্দ ।
এরই মাঝে কচিকাচাদের আনন্দ কিছুটা হলেও ছিল না সেই আবেগ।
এবছর গোটা বিশ্ব দেখল এক অন্য ঈদ।