নদীয়ায় বিজেপি-তৃণমূলের সংঘর্ষ গুরুতর জখম ১০ জন
নিজস্ব প্রতিনিধি, অয়ন বাংলা, নদীয়া:ভোট মিটে গেছে অনেক দিন হল। ভোট পরবর্তী সন্ত্রাস মিটল না এখনও। বিশেষ করে ভোটের ফল বেরোনোর পর অশান্তির মাত্রা আরও বাড়তে শুরু করল। রাজ্যজুড়ে এখন শুধুই অশান্তির খবর। ভোট পরবর্তী হিংসায় বারবারই উত্তপ্ত হয়েছে এবার অশান্তি ছড়াল নদীয়ার ধানতলা থানার অন্তর্গত কেশাইপুর এলাকায়।তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
অভিযোগ, কয়েকজন তৃণমূল কর্মী পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ফিরছিল। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। তারপরই দু’দলের মধ্যেই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়েছে। তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিজেপির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তাদের পাল্টা দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।