দুর্নীতি ও তোলাবাজি বরদাস্ত নয়, সংগঠনের দায়িত্ব নিয়ে কড়া বার্তা নতুন জেলা সভাপতি মহুয়া মৈত্র
নিজস্ব প্রতিনিধি,অয়ন বাংলা, নদীয়া:দলে কোনও দুর্নীতি ও তোলাবাজি বরদাস্ত করা হবে না। সংগঠনের দায়িত্ব নিয়ে দলের নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি মহুয়া মৈত্র। কৃষ্ণনগর শহরে রবীন্দ্রভবনে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।
কৃষনগর থেকে নির্বাচিত হয়েছেন শাসকদলের প্রার্থী মহুয়া মৈত্র। তবে রানাঘাটে জিতেছেন বিজেপি প্রার্থী। লোকসভা ভোটে বিপর্যয়ের দলের সংগঠনে বড়সড় রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক জেলা কৃষ্ণনগরে দলের সভাপতির দায়িত্ব পেয়েছেন সদ্য নির্বাচিত সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার জেলায় দলের বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি ও পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে রবীন্দ্রভবনে রূদ্ধদ্বার বৈঠক করলেন দুই জেলা সভাপতি মহুয়া মৈত্র ও শংকর সিং।বৈঠকে কিছুক্ষণের জন্য এসেছিলেন প্রাক্তন জেলা সভাপতি গৌরীশংকর দত্ত জানা গিয়েছে, বৈঠকে দলের স্থানীয় নেতাদের একাংশের বিরুদ্ধে যেমন দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ উঠে, তেমনি পুরানো তৃণমূল নেতা-কর্মী, যাঁরা এখন আর তেমন সক্রিয় নন, তাঁদের ফিরিয়ে আনা নিয়েও আলোচনা হয়। সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র সাফ জানিয়ে দিয়েছেন, দলের কোনওরকম দুর্নীতি ও তোলাবাজি বরদাস্ত করা হবে না। পুরানো কর্মীদের ফের দলের কাজে যুক্ত করার চেষ্টা করতে হবে।