বখাটে ছেলেরা দলে আসুক, ওদের চাকরি দেব: মমতা
ইয়াজুল মোল্লা,অয়ন বাংলা, কাঁচড়াপাড়া: জয় শ্রীরামের পালটা, জয় হিন্দ-জয় বাংলা। এই স্লোগান আগেই দিয়েছিলেন। বিজেপির হিন্দুত্বের মোকাবিলায়, এবার তৃণমূলনেত্রীর হাতিয়ার বাঙালি আবেগ। বুঝিয়ে দিলেন কাঁচরাপাড়ায়, দলীয় কর্মিসভা থেকে।
বাংলায় এখন পদ্মের দাপট। তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। ভাঙছে তৃণমূলের ঘরও। এই পরিস্থিতি সামলাতে নেমে পড়েছেন তৃণমূলনেত্রী। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যেদিন শপথ নেন, সেদিনই পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটিতে দলীয় কর্মসূচিতে যোগ দেন। তারপর আবার তিনি উত্তর ২৪ পরগনায়। শুক্রবার সভা করলেন কাঁচরাপাড়ায়। দলীয় কর্মিসভা থেকে বুঝিয়ে দিলেন, বিজেপির হিন্দুত্ববাদের মোকাবিলায় তাঁর অস্ত্র বাঙালি আবেগ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় থাকলে বাংলায় কথা বলতে হবে ৷ বাঙালিদের ভয় দেখানো চলবে না ৷ দল ছেড়ে গেলে যেতে দিন ৷ অন্য দলে গেলে যেতে দিন ৷ ৭ দিন সময় দিন, যাঁরা যাওয়ার চলে যান ৷ যেতে দিন তৃণমূল দলটা শুদ্ধ হবে ৷ তৃণমূল এখন মহীরূহে পরিণত ৷ হারানোর ভয় নেই ৷’
এদিন তৃণমূলনেত্রী আরও বলেন, ‘দরকারের গরিব দিয়ে কাজ করান ৷ ওদের কাজ দেব ৷ আমি চাই বখাটে ছেলেরা দলে আসুক ৷ চাবুকের মতো লড়াই করে জিততে হবে ৷’