ওয়েব ডেস্ক:- ওলিদ আলি। সেট পরীক্ষা দিতে যাওয়ার সময় মেছেদার কাছে বাইকের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখেন এক বয়স্ক ব্যক্তিকে। ট্রাফিক পুলিশ আর পথচারীরা কেউ এগিয়ে আসেনি। পরীক্ষায় যাওয়ার কথা ভুলে কোলে তুলে নেন বয়স্ক ভদ্রলোককে। ১/২ কিমি. পায়ে হেটে নার্শিংহোমে ভর্তি করান। চটজলদি পরীক্ষার জন্য রওনা দেন। তখন পরীক্ষা শুরু হয়ে গেছে। সব ঘটনার ছবিসহ তথ্য দিয়ে অনুরোধ করা সত্বেও নিয়মের অজুহাত দেখিয়ে বনমালী কলেজ পরীক্ষায় বসার সূযোগ দেয় নি।তাতে বিন্দুমাত্র আফসোস নেই S.I.O এর জেলা সভাপতি ওলিদ আলির। কিন্তু প্রশ্ন… একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
আজ গোটা বাংলা তাঁকে স্যালুট করছে ।মানবতা এখনও হারিয়ে যায় নি।