কেরালার তিরুবন্তপুরোমে সিএএ ও এনআরসির বিরুদ্ধে এসডিপিআই এর মহামিছিল
অয়ন বাংলা : কাগজ আমরা দেখাবো শিরোনামে বিজেপি সরকারের কালা কানুন সিএএ ও এনআরসির বিরুদ্ধে গোটা দেশে চলছে এসডিপিআই এর প্রচারাভিযান ।নাগরিকত্ব সংশোধনী আইন ,এনআরসির বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ জানিয়েছে এসডিপিআই ।শনিবার এক ঐতিহাসিক মহামিছিলের সাক্ষী থাকলো কেরালা । এসডিপিআই এর ডাকে কেরালা রাজভবন অভিযানের ডাক দেওয়া হয় ।এইদিন লক্ষাধিক মানুষের যোগদানে মহামিছিলে গর্জে উঠে জনতা ।এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এমকে ফাইজি সাহেব ,ভীম আর্মি নেতা চন্দ্র শেখর আজাদ ,সুপ্রিম কোর্টের আইনজীবী মেহমুদ প্রাচা ,এসডিপিআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ শাফি ,কেরালা এসডিপিআই এর রাজ্য সভাপতি আব্দুল মজিদ সাহেব ,ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক কেএ শাফিক ,পপুলার ফ্রন্টের কেরালা রাজ্য সম্পাদক সিপি মুহাম্মদ বাসির, এসডিপিআই এর তামিনাড়ু রাজ্য সভাপতি নেলই মুবারক সহ অন্যান্য সংগঠনের নেতৃত্ববৃন্দ ।এইদিনে এই মহামিছিল পুরুষের পাশাপাশি মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।