প্রয়াত দুই জেলা সাংবাদিকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও শিশুদের বস্ত্রদান ডায়মন্ড হারবারে
পরিমল কর্মকার (কলকাতা) : জেলার প্রবীণ সাংবাদিক অনুকূল চন্দ্র দাস ও সাংবাদিক দেবাশীষ মালিক সম্প্রতি প্রয়াত হন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করে দুঃস্থ শিশুদের হাতে জামা-প্যান্ট-বস্ত্র ইত্যাদি তুলে দেওয়া হয়। ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে ১৯ অক্টোবর (সোমবার) এই অনুষ্ঠানটির আয়োজন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সাংবাদিকেরা।
উল্লেখ্য, দক্ষিন ২৪ পরগনার কাকদ্বীপের বাসিন্দা ছিলেন অনুকূল চন্দ্র দাস। তিনি দীর্ঘ দিন ধরে আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ৯০ বছর বয়সে সম্প্রতি তিনি প্রয়াত হন। অন্যদিকে এই জেলারই কুলপীর বাসিন্দা ছিলেন দেবাশীষ মালিক। তিনিও সম্প্রতি এই করোনা আবহের মধ্যে সাময়িক কয়েকদিন অসুস্থতার কারণে প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। তিনি দৈনিক-সাপ্তাহিক ও পোর্টাল মিডিয়াতে প্রায় ২০/২২ বছর ধরে সাংবাদিকতা করে চলেছিলেন।
প্রয়াত এই দুই সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার সাংবাদিকেরা এইদিন ৩৫০ জন দুঃস্থ শিশুকে বস্ত্রদান করেন। এই অনুষ্ঠানে দুজনের স্মৃতিচারণ করে সাংবাদিকেরা নানা স্মৃতি-বিজড়িত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংশুক ভট্টাচার্য, মনোজ দেব সরকার, সাকিল আহমেদ, নকিবুদ্দিন গাজী সহ জেলার অন্যান্য প্রবীণ ও নবীন সাংবাদিকেরা।