নাম ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ভোটের প্রচারে ভরতপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবির
রাজেন্দ্র নাথ দত্ত ,অয়ন বাংলা,কান্দী, মুর্শিদাবাদ :-
পোশাক ছাড়ার মতো ক্রমাগত দল বদলেছেন বটে, তবে হুমায়ুন আছে হুমায়ুনেই!
কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে কংগ্রেস সেখান থেকে ফের তৃণমূলে যোগ দেওয়ার পর এ বার হুমায়ুন কবীর ভরতপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী। নাম ঘোষণার পরে কালক্ষেপ করেননি তিনি। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর একদা ছায়াসঙ্গী হুমায়ুন রাতটুকু পার করেই শনিবার সকালেই বেরিয়ে পড়েছেন নিজের ভোট প্রচারে। আর মাঠে নেমেই ঘোষণা করেছেন, ভরতপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস কোনও ফ্যাক্টর নয়। বহরমপুর লোকসভার অধীন রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের ‘হাত’ প্রতীকে ২০১১ সালে জেতার পর হুমায়ুন তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রী হয়েছিলেন।২০১৩ সালে রেজিনগর বিধানসনভার উপনির্বাচনে হেরে যান। তার পর ২০১৫ সালে তৃণমূল থেকে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৬ সালে বিধানসভা ভোটে রেজিনগরের নির্দল প্রার্থী হুমাযুন হেরে গিয়ে কংগ্রেসে যোগ দেন। পুলিশি মদতে তৃণমূল সব বুথ দখল করে নিয়েছে বলে অভিযোগ তুলে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের দিন রেজিনগর এলাকায় ভোট থেকে সরে দাঁড়ান হুমায়ুন। তাঁর কয়েক দিন পর তিনি কংগ্রেসে ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দেন।লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভার বিজেপি দলের প্রার্থী হোন।তিনি পরাজিত হন পরে আবার কংগ্রেস দলে ফিরে আসেন কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি ফের তৃণমূল দলে নাম লেখান। তাকে ভরতপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল দল।শনিবারের প্রচারে উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান মুস্তাফিজুল রহমান ও মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক রেজাউল সেখ।