অয়ন বাংলা নিউজ : আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের তথা তৃণমূলের কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৌতূহল জমা ছিল। এবার সংখ্যালঘুদের মধ্যে কারা এবং কই জন টিকিট পাচ্ছেন? প্রার্থী তালিকা বের হতেই দেখা গেল যে , তৃণমূলের কংগ্রেসের ৪২ জন প্রার্থীর মধ্যে মুসলিমদের উপস্থিতি তেমন নেই।
আসুন দেখে নেওয়া যাক সংখ্যালঘু মুসলিম প্রার্থীদের নাম –
১,বসিরহাট: নুসরত জাহান (নায়িকা)
২,উলুবেড়িয়া: সাজদা আহমেদ
৩,মুর্শিদাবাদ: আবু তাহের
৪,জঙ্গিপুর: খলিলুর রহমান
৫,মালদহ উত্তর: মৌসম বেনজির নুর
৬,মালদহ দক্ষিণ: মোজাম্মেল হোসেন
৭,বর্ধমান দুর্গাপুর: মমতাজ সংঘামিত্রা
দলীয় তরফ থেকে যে প্রার্থী তালিকা বের করা হয়েছে তাতে মুসলিম প্রার্থীদের মধ্যে মূলত চারজন মহিলা যদিও নুসরাত জাহান সিনেমা জগতের একজন এবং পুরুষ তিনজন।
পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ মুসলিম। বিভিন্ন সংখ্যালঘু নেতারা দাবি করেছিলেন, প্রতিটি দল যেন কম করে ১৪টি আসনে মুসলিম প্রার্থী দেয়। কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকায় মুসলিম প্রার্থী এতো কম থাকায় অনেকের মধ্যে ক্ষোভ দেখা গেছে।তাদের দাবি আমরা চেয়েছিলাম তৃণমূল কংগ্রেস বেশি আসনে মুসলিম প্রার্থী দেবে। কিন্তু দেয়নি।