ওয়েব ডেস্ক : ভোটের আগেই ফুরফুরা শরীফে যেতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ত্বহা সিদ্দিকী । প্রায় ৪০ মিনিট কথা হয় দুজনের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরই একথা জানান ফুরফুরা শরীফের ত্বহা সিদ্দিকী।
যদিও বৈঠকে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই দাবি করেছেন ত্বহা সিদ্দিকী । উল্লেখ্য, আগামী ৬,৭ ও ৮ মার্চ- পর পর ৩ দিন ফুরফুরা শরীফে ধর্মসভা রয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুধুমাত্র ওই ৩ দিনের ধর্মসভা নিয়েই আলোচনা হয়েছে। এমনটাই দাবি করেছেন ত্বহা সিদ্দিকী।
তিনি বলেন, ওই তিন দিন লক্ষাধিক লোকের সমাগম হয় ফুরফুরা শরীফে। তাই ধর্মসভার প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা হয়। সেইসঙ্গে ত্বহা সিদ্দিকী আরও বলেন যে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন ভোটের আগে ৯৯ শতাংশ চেষ্টা করবেন ফুরফুরা শরীফে গিয়ে প্রার্থনা করে আসতে।”