বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতী তাণ্ডবের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল
রাজশ্রী বসু (কলকাতা) : বিগত বেশ কিছুদিন যাবৎ বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতী সন্ত্রাস চলছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ১২১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে দুষ্কৃতী হামলার প্রতিবাদে একটি বিরাট মিছিল ১২১ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে।
এব্যাপারে ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা দেবজিৎ পান্ডে জানান, কিছুদিন ধরেই দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। প্রায়শ:ই বন্দুক-গুলি-বোমার আওয়াজে কেঁপে উঠছে এলাকা। এজন্য অধিকাংশ বাসিন্দারাই আতঙ্কিত।
বিষয়টি থানা-পুলিশে জানানো হলেও ওই সমাজবিরোধীরা থানা-পুলিশকে তোয়াক্কা করছে না। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে যখন তখন এলাকায় ঢুকে সন্ত্রাস করছে বলে জানান তিনি। এমনকি এই দুষ্কৃতীরা বিজেপির আশ্রিত দুষ্কৃতি বলেই তার দাবি।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ১২১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার একটি মিছিল সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এইসঙ্গেই তিনি জানান, সপ্তাহে ১ দিন করে এই প্রতিবাদী মিছিল মোট ৪ দিন এলাকা পরিক্রমা করেছে। সাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাদের লাগাতর কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে।
এদিন মিছিলে অংশ নেন তৃণমূল নেতা দেবজিৎ পান্ডে, বাবু টিকাদার, লাল্টু ঘোষ, সন্দীপ গুহ সহ স্থানীয় নেতা ও কর্মীরা।