চোর থেকে সাধু! শুভেন্দুর নারদা কেলেঙ্কারির ভিডিও ইউটিউব থেকে মুছে দিল বিজেপ
নিউজ ডেস্ক :- একুশেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এখন থেকে শুরু হয়েছে দলবদলের খেলা। দু’দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপি নেতা অমিত শাহ। মেদিনীপুরে সভাতে শুভেন্দু সহ একাধিক নেতা বিজেপিতে যোগদান করেছেন। অমিত শাহ দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
মেদিনীপুরে অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা হাতে নিয়েই ৬ বছর পুরনো বন্ধুত্বের কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বিজেপির নেতৃত্বে নতুন বাংলা উপহার দেওয়ার অঙ্গীকার করছেন। যদিও ৪ বছর আগে রাজ্য বিজেপি নারদা কেলেঙ্কারিতে তৎকালীন যুব তৃণমূল সভাপতি শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ভিডিও দেখিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ণ ফেলে দিয়েছিলেন। সিদ্ধার্থনাথ সিং থেকে রাহুল সিনহা, দিলীপ ঘোষরা সেদিন দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন।
সেই সময়কার নারদা কাণ্ডের অন্যতম ভিলেন শুভেন্দু এখন গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। তাঁর পুরস্কারও এদিন পেয়ে গেলেন। এতদিন শুভেন্দুর ঘুষ নেওয়ার নারদা কাণ্ডের সেই ভিডিও ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা ছিল। শনিবার পর্যন্ত সেই ভিডিওর স্ক্রিনশট নিয়ে বিজেপির দুর্নীতিবিরোধী আদর্শ নিয়ে প্রশ্ন তুলছিল তৃণমূলও। যদিও সমলোচনার মধ্যে রবিবার সেই ভিডিও ডিলিট করে দিয়েছে বিজেপি। এখন তাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি পাওয়া যাচ্ছে না। বোঝাই যাচ্ছে, ভিডিওটি ডিলিট করা হয়েছে। এখানেই উঠছে প্রশ্ন। তবে কি শুভেন্দুকে নির্দোষ ভেবে নিল বিজেপি?
যদিও নারদা মামলা এখনও আদালতের বিচারাধীন! তার কী হবে? মানুষের মধ্যে এখন একটা ধারণা তৈরি হয়েছে, বিজেপিতে গেলেই সব পাপ ধুয়ে সাফ। মুকুল রায় থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা, শোভন চট্টোপাধ্যায়দের নারদার স্টিং ভিডিওতে দেখা গিয়েছিল টাকা নিতে, তাঁরাই এখন বিজেপির বড় পদে আসীন। তবে কি তাঁরা নির্দোষ হয়ে গেলেন? সিবিআই তদন্তের গতিও এখন স্লথ। যদিও রবিবার বোলপুর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “আইন আইনের পথে চলবে। যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে তা নিয়মমাফিক চলবে। বিজেপিতে যোগ দিলেই অপরাধ ধুয়ে যাবে না।” কিন্তু কেন শুভেন্দুর নারদা কাণ্ডের ভিডিও ডিলিট করা হল, তাঁর উত্তর নেই।
এটাই এখন বাস্তবতা ,এটাই এখন রাজনীতি ।