কান্দিতে নদীর জলে ডুবে মৃত্যু হল দুই ছাত্রীর
নিজস্ব সংবাদদাতা ,কান্দী ,মুর্শিদাবাদ:- বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি ছাতিনাকান্দি এলাকায় বণিক পাড়ার কানা ময়ুরাক্ষী নদীর জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকা ছাত্রীর। মৃত দুই ছাত্রীর নাম অর্বনা ধর (১২) ও সমপিতা হালদার (১২) বাড়ি ছাতিনাকান্দি এলাকায় । অর্বনা ধর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও সমর্পিতা হালদার সপ্তম শ্রেণীর ছাত্রী।
এলাকায় শোকের ছায়া ।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে কান্দি ছাতিনাকান্দি এলাকার দুই ছাত্রী অর্বনা ধর ও সমর্পিতা হালদার দুইজন ছাতিনাকান্দি ড্যাডাং মন্দিরের পিছনে নদীর ধারে মোবাইল সেলফি তুলতে গিয়ে ছিলেন ৷ কোন কারণে পা পিছলে নদীতে দুই ছাত্রী পড়ে যান এবং তলিয়ে যান ৷ পরে স্থানীয়রা দু’জন কে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে । পুলিশ দু’জনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে । স্থানীয় বাসিন্দা আনন্দ চ্যাটার্জী থেকে গদাধর মাষ্টার সকলেই হতবাক ।এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা নদী থেকে জিসিপি তে মাটি কেটে গভীর খাল কাটাকেই দায়ী করছেন।