জগদ্দলে বোমার আঘাতে মৃত্যু হল দুই তৃণমূল কর্মীর
নিজস্ব প্রতিনিধি,অয়ন বাংলা,
সন্দেশখালির পর এ বার জগদ্দল। মঙ্গলবার সকালে রাজনৈতিক সংঘর্ষে ফের মৃত্যুর ঘটনা ঘটল বাংলায়। বোমার আঘাতে মৃত্যু হয়েছে দু’জনের। আহত আরও দু’জন।বস্তুত ভোটের পর থেকেই ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দল, নৈহাটি সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। রোজ কিছু না কিছু হিংসার ঘটনা ঘটছেই। সোমবার রাত থেকে অশান্তি ছ়ড়ায় জগদ্দল থানা এলাকার বারুইপাড়াতে। পুলিশ ও স্থানীয় সূত্রে বলা হচ্ছে, মূলত এলাকা দখল নিয়েই অশান্তির সূত্রপাত। তা ক্রমশ রাজনৈতিক হিংসার চেহারা নেয়। দু’পক্ষের বোমাবাজিতে মৃত্যু হয়েছে দু’জনের। তৃণমূল কংগ্রেসের দাবি, দু’জনেই তাঁদের রাজনৈতিক কর্মী। এ ছাড়া তাদের আরও এক জন গুরুতর জখম হয়েছে দাবি করেছে তৃণমূলের। এলাকার তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ” বিজেপির দুষ্কৃতীরা অর্জুন সিং এর নেতৃত্বে এই হামলা চালিয়েছে। প্রশাসন প্রশাসনের কাজ করছে। তবে তাদের আরও শক্ত হতে হবে।”
বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ওরা বোমা বাধছিল। সেই সময়েই বিস্ফোরণ ঘটে মারা গিয়েছে। তার দায় চাপানো হচ্ছে বিজেপি-র উপর। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, “পুলিশ পক্ষপাত করছে। তৃণমূলের হয়ে কাজ করছে। বোম পড়েছে দুটো, আর পঁচিশ জনের বিরুদ্ধে এফআইআর করেছে”। এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ এখনও পর্যন্ত লাল বাবু দাস, ইন্দ্রজিত দাস এবং প্রদীপ সাউ নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।