উদার আকাশ আল্লামা ড. মুহাম্মদ ইকবাল স্মৃতি পুরস্কারে সম্মানিত হচ্ছেন মহিউদ্দিন সরকার
মিজস্ব সংবাদদাতা,কোলকাতা:- আগামী ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবিশাল ময়দানের সেন্ট্রাল পার্ক, সল্টলেকের প্রেস কর্নারে ‘উদার আকাশ আল্লামা ড. মুহাম্মদ ইকবাল স্মৃতি পুরস্কার’ এ ভূষিত ও সম্মানিত হতে যাচ্ছেন কৃতী ও বরেণ্য লেখক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব, মহিউদ্দিন সরকার। ইসলামের উপর লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রণেতা হচ্ছেন জনাব মহিউদ্দিন সরকার।
সমৃদ্ধ এই আয়োজনটির শুভ উদ্বোধনে প্রখ্যাত কবি ও পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি শ্রী সুবোধ সরকার উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বিশিষ্ট বৈজ্ঞানিক ও পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট ড. গৌতম পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক সাংসদ ও স্বনামধন্য লেখক ড. মইনুল হাসান, বারাসাত বিধানসভার বিধায়ক ও প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, বিশিষ্ট লেখক দেবাশিস পাঠক এবং ওপার বাংলার বিশিষ্ট লেখক, গবেষক ও প্রকাশক মোঃ আবু সাঈদ, লেখক মুরারীশংকর বিশ্বাস, কাজী নজরুল ইসলাম পরিবারের সদস্য বিশিষ্ট সংগীত শিল্পী নূপূর কাজী প্রমুখ শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ৷
যথারীতি, সেদিন আনুষ্ঠানিক ভাবে, উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের মোড়ক উন্মোচন পর্ব অনুষ্ঠিত হবে।
সোমঋতা মল্লিকের পরিচালনায় শতকণ্ঠে কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক সংগীত ‘কারার ঐ লৌহ-কবাট’ পরিবেশিত হবে বলে জানা গেছে৷
আলোচিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানটির এক অনন্য সুন্দর বিষয় হল দুই বাংলার সাহিত্য সংস্কৃতির জোয়ারকে একই গতিতে ধাবমান করে তোলা। উল্লেখ্য, উদার আকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কবি ফারুক আহমেদ তাঁর বর্ণিল কর্মমুখর জীবনে দুই বাংলার সাহিত্যাঙ্গনে এক সমৃদ্ধির ধারাকে বেগবান করে তুলতে সর্বদাই এক বিশেষ ভূমিকা পালন করে আসছেন। ভারত ও বাংলাদেশের মাঝে মৈত্রীর এই বন্ধনকে আরও জোরদার ও মধুর করে তুলতে তিনি তাঁর প্রকাশনী উদার আকাশ-এর মুরালিতে সর্বদাই বাংলা সাহিত্যের সমৃদ্ধির নব সুরের মূর্ছনা জাগিয়েছেন। তাঁর মহৎ এই আহ্বানে সাড়া দিয়েছেন এপার বাংলার সাহিত্যপ্রেমীরাও৷ যার প্রতিফলন ঘটছে এখানেও। সুযোগ্য সম্পাদক জনাব ফারুক আহমেদের আমন্ত্রণে ওপার বাংলার গবেষক ও প্রকাশক মোঃ আবু সাঈদের উপস্থিতি উক্ত অনুষ্ঠানকে আরও বেগবান করে তুলবে বলে দুই বাংলার সাহিত্যমনাদের বিশ্বাস।
দুই বাংলার মাঝে সুস্থধারার সাহিত্যচর্চার এই রোডম্যাপ তৈরি করে নিতে মোঃ আবু সাঈদ ও ফারুক আহমেদ সর্বদাই নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি নিরন্তর পরিশ্রম করে চলেছেন।
উল্লেখ্য, জনাব মহিউদ্দিন সরকার তাঁর ‘ইসলামের পরিচয়’ নামক মূল্যবান গ্রন্থটির জন্য পুরস্কৃত হতে যাচ্ছেন। ভারতীয় অর্থমূল্যে যার অঙ্ক ১ লক্ষ ১ টাকা মাত্র।