নিজস্ব সংবাদদাতা ,মুর্শিদাবাদ:- চৌকিদার চোর হ্যায় ,রাহুল গান্ধীর সেই বিখ্যাত স্লোগান আজ অলি গলিতে শহরে বাজারে বাস্তবের রুপ নিতে শুরু করেছে । উজ্বলা যোজনায় গ্যাস কম দামে গ্যাস পাইয়ে দেওয়ার নামে যেসব বিজেপি নেতারা দুর্নীতিতে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত হবে। একুশের মঞ্চ থেকেই ‘গামছাবাবু’কে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ। তৃণমূল নেত্রীর ‘ওয়ার্নিং’-এর এক সপ্তাহের মধ্যেই গ্রেফতার করা হল মুর্শিদাবাদ জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌমেন মণ্ডলকে।
সূত্রের খবর, এদিন কলকাতা থেকেই মুর্শিদাবাদ জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌমেন মণ্ডলকে গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ। সৌমেন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি উজ্বলা যোজনার অধীনে থাকা এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিটরের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে জেলা ও জেলার বাইরে রাজ্যের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন। দিনের পর দিন কেটে যাওয়ার পরও প্রতিশ্রুতি মতো কিছুই পাননি অভিযোগকারী ব্যক্তিরা।
প্রতারিতদের অভিযোগ, দীর্ঘ পেরিয়ে গেলেও গ্যাসের লাইসেন্স কেউই হাতে পাননি। লাইসেন্সের বদলে টাকা ফেরত চাওয়া হলে সেটাও দিতে পারেননি দুর্নীতিতে অভিযুক্ত সৌমেন মণ্ডল। এরপর প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ। তোলাবাজির ঘটনায় মুর্শিদাবাদের বিজেপির জেলা শীর্ষ নেতার একাধিকজন জড়িয়ে আছেন বলে খবর সূত্রের।
কাটমানি যে আজ সব দলেরই কাছে লক্ষীর ভাড় ।