প্রদীপের নিচে অন্ধকার মোদিজীর প্রচারই সার সবই ফেক

Spread the love

অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- প্রচারের আলোয় ,ক্যামেরার ফ্লাশ জ্বললেই মোদিজীর মুখ দেখতে পাবেন ।আরো একবার প্রমান হল সবই ফেক। দেশের প্রতিটি পেট্রল পাম্পেই প্রধানমন্ত্রীর পাশে রয়েছে তাঁর ছবি। ২০১৬ সালে নরেন্দ্র মোদির হাত থেকে বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন পাওয়ার পর জীবন আমূল বদলে গিয়েছিল উত্তরপ্রদেশের বালিয়া জেলার গুড্ডি দেবীর। প্রধানমন্ত্রীর সাধের প্রকল্প উজ্জ্বলা যোজনার পোস্টার গার্ল হিসেবে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের বাজারে ফলাও করে প্রচারও চলছে উজ্জ্বলা যোজনার সাফল্যের। কিন্তু, বাস্তবে গত তিন বছরে ৩৬টার জায়গায় মাত্র ১১টি সিলিন্ডার কেনার সামর্থ হয়েছে সেই গুড্ডি দেবীর। ফলে গ্যাসের বদলে গোবর দিয়ে ঘুঁটে বানিয়ে উনুনেই রান্না করছেন তিনি। এমনটাই প্রকাশিত হয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।তবে শুধু তিনিই নন, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার অন্তর্গত বেশিরভাগ গ্রাহকের একই অবস্থা বলে উল্লেখ রয়েছে ওই প্রতিবেদনে। গুড্ডি দেবীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “২০১৬ সালে আমরা যখন কানেকশন পাই তখন একটা সিলিন্ডারের দাম ছিল ৫২০ টাকা। কিন্ত, এখন তা বেড়ে ৭৭০ টাকা হয়েছে। এত বেশি দাম দিয়ে সিলিন্ডার কিনব কী করে? তাই নিজেরা উনুনে রান্না করে খাই। তবে বাড়িতে অতিথি এলে চা ও জলখাবার গ্যাসে বানাই।”প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প অনুযায়ী দারিদ্রসীমার নিচে পরিবারগুলিকে বিনামূল্যে একটি করে গ্যাসের কানেকশন দেওয়া হয়। এর সঙ্গে প্রথমবার গ্যাস ভরতি সিলিন্ডারটি বিনামূল্যে দেওয়া হলেও পরে নিজের টাকা দিয়ে গ্যাস ভরতে হয়। আর এখানেই সমস্যায় পড়ছে গরিব পরিবারগুলি। এপ্রসঙ্গে বালিয়ার এক গ্যাস ডিলার অখিলেশ গুপ্তা বলেন, ‘গত কয়েক বছরে আমরা দেখেছি উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্রাহকদের মধ্যে মাত্র ৩০ শতাংশ ফের গ্যাস ভরতে এসেছেন। যেখানে এই প্রকল্পের অন্তর্গত নন এই রকম গ্রাহকরা এসেছেন তার দ্বিগুণ।’সম্প্রতি রিসার্চ ইনস্টিটিউট ফর কমপ্যাশানেট ইকনমিকস(আরআইসিই)-র তরফে এই বিষয়ে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানে একটি সমীক্ষা করা হয়। তাতে দেখা গিয়েছে, উজ্জ্বলা যোজনার অন্তর্গত ৮৫ শতাংশ গ্রাহকই উনুনে রান্না করেন। বর্তমানে নির্বাচনী জনসভাগুলি থেকে মোদি-সহ প্রায় সব বিজেপি নেতাই উজ্জ্বলা যোজনার সাফল্যের কথা ফলাও করে প্রচার করছেন। পেট্রোল পাম্পগুলির ঝকঝকে আলোতে জ্বলজ্বল করছে মোদির পাশে গুড্ডি দেবীর ছবি। কিন্তু, প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতো উজ্জ্বলা যোজনার পোস্টার গার্ল গুড্ডি দেবী সেই গোবরের ঘুঁটেতে ফুঁ দিয়েই ধরাচ্ছেন উনুন। এ যে প্রদীপের নিচে অন্ধকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.