নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা :- পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত 235 টি আন -এডেড মাদ্রাসার শিক্ষকদের বেতন, পরিকাঠামো, মাদ্রাসা ও ছাত্র -ছাত্রী দের যাবতীয় সরকারী অনুদানের দাবিদাওয়া আদায়ের লক্ষে সকল জেলা প্রতিনিধিদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আজ মৌলালী র এক সেমিনার হলে | এই সভায় ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ আন এডেড মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করলো | মোট 34 জন সদস্যের এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে ফরমান আলী ও ফারুক আব্দুল্লাহ | এছাড়াও অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান হয়েছেন ইকবাল হোসেন | আজকের কমিটি গঠনের পর কার্যত আন এডেড মাদ্রাসার শিক্ষক দের অন্য কোনো সংগঠনের অস্তিত্ব থাকলো না | শিক্ষকদের অভিযোগ সংগঠনের নামে কিছু অসাধু স্বার্থান্বেষী নেতৃ বৃন্দ তারা বছরের পর বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি ও প্রতারনা করেছেন | সংগঠনের দাবী দীর্ঘ ছয় বছর অনুমোদন পেলেও শিক্ষকেরা বেতন পান না, মাদ্রাসার বিল্ডিং নেই, ছাত্র ছাত্রীদের মিড ডে মিল নেই, পানীয় জল ও পর্যাপ্ত টয়লেট নেই | অথচ অনুমোদনের পরেই পশ্চিম বঙ্গ সরকারের তৎকালীন জয়েন্ট সেক্রেটারি পি বি সেলিম 08/02/2013 একটি আদেশ নামা জারী করেন যেখানে মাদ্রাসায় বিল্ডিং, মিড ডে মিল, বিধায়ক ও সাংসদ দের তহবিল থেকে সার্বিক উন্নতির জন্য অর্থ পেতে পারে বলে জানানো হয় ( Memo no 221(19)-MD/O/2M-14/13) | এই আদেশ এখনও কার্যকর হয় নি | বিগত কয়েক বছর ধরে শিক্ষক রা বিভিন্ন দাবিতে আন্দোলন ও অনশন করে | শিক্ষকদের অভিযোগ সরকারের আধিকারিক ও মন্ত্রী ফিরহাদ হাকিমের মধ্যস্থতায় তিন বার প্রতিশ্রুতি দেওয়া হয় সমস্যা সমাধানের কিন্তু সরকার আজও উদাসীন | এই পরিস্থিতিতে 2500 শিক্ষক ও প্রায় 40000 ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিতের মুখে যা সম্পূর্ণই অসাংবিধানিক | অসহায়, বঞ্চিত শিক্ষক দের দাবী আর কোনো আধিকারিক বা মন্ত্রী নয় সরাসরি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্থক্ষেপ করুক এবং সমস্যা গুলির সমাধান হোক | সরকার কে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকদের বেতন, বিল্ডিং, মিড ডে মিল, পানীয় জল, টয়লেট ইত্যাদির ব্যবস্থা করতে হবে | সরকার যদি এই বিষয়ে উদাসীন থাকে তাহলে খুব শীঘ্রই বৃহত্তর আন্দোলন শুরু হবে | আমরা আশা করি সরকার এই বিষয়ে দ্রুত যথাযথ উদ্যোগ গ্রহণ করবে|
দাবী সমূহ :
1) অবিলম্বে শিক্ষকদের সাম্মানিক বা বেতনের ব্যবস্থা করতে হবে |
2) সকল মাদ্রাসায় বিল্ডিং, টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে |
3 ) ছাত্র ছাত্রীদের জন্য মিড ডে মিল, ইউনিফর্ম সহ সরকারী সকল প্রকল্প চালু করতে হবে |
4) সরকার কে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে মাদ্রাসা গুলি কে এডেড করতে হবে |
আজকের সভায় উপিস্থিত ছিলেন জাভেদ মিয়াদাদ, আসাদুজ্জামান, আব্দুল করিম, পলাশ রোম, আলতাফ হোসেন, শেখ ইমাম, রফিকুল ইসলাম সহ রাজ্য ও জেলা নেতৃত্ব প্রমুখ।